২০২৬ সালে ২৮ দিন ব্যাংক ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক

বাসস
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ২২:৫২

ঢাকা, ১৬ নভেম্বর, ২০২৫ (বাসস): বাংলাদেশ ব্যাংক (বিবি) আনুষ্ঠানিকভাবে ২০২৬ সালের ছুটির ক্যালেন্ডার প্রকাশ করেছে। এতে নিয়মিত সাপ্তাহিক ছুটি বাদে সকল তফসিলি ব্যাংকের জন্য মোট ২৮টি ব্যাংক বন্ধের দিন ঘোষণা করা হয়েছে।

ছুটির বিস্তারিত তালিকা সম্বলিত এই সার্কুলারটি কেন্দ্রীয় ব্যাংকের অফ-সাইট সুপারভিশন বিভাগ থেকে জারি করা হয়েছে। আজই এ সার্কুলারটি সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) কাছে পাঠানো হয়েছে।

২০২৪ সালে ২৪ দিন ও ২০২৫ সালে ২৭ দিনের তুলনায় ২০২৬ সালে ব্যাংক ছুটির সংখ্যা বেড়েছে। সার্কুলার অনুযায়ী, ছুটির ক্যালেন্ডারের বেশিরভাগ দিনই প্রধান ধর্মীয় উৎসব এবং জাতীয় দিবসগুলোকে কেন্দ্র করে নির্ধারিত হয়েছে।

বছরের প্রথম ছুটি থাকবে ৪ ফেব্রুয়ারি- শবে বরাত। একই মাসে ২১ ফেব্রুয়ারি- শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে।

দুই ঈদকে কেন্দ্র করে দীর্ঘ ছুটি থাকবে। ঈদুল ফিতর উপলক্ষে ব্যাংকগুলো ১৯ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচ দিন বন্ধ থাকবে। এ সময়ের মধ্যে জুমাতুল বিদা, ঈদের দিন এবং পরবর্তী দুই দিন অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে দুই দিন সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে গেছে।

একইভাবে, ঈদুল আজহা উপলক্ষে ২৬ মে থেকে ৩১ মে পর্যন্ত পাঁচ দিনের ছুটি থাকবে, এর সাথেও দুই দিন সাপ্তাহিক ছুটি রয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ২০২৬ সালের এই ছুটির সময়সূচি সব তফসিলি ব্যাংকের জন্য প্রযোজ্য এবং এটি ৯ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা গেজেট বিজ্ঞপ্তির ওপর ভিত্তি করে নির্ধারণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে ১,৭০০ জন গ্রেফতার
নির্বাচনের আগে গণভোট আয়োজন ও জুলাই সনদের সংস্কার জরুরি : মিয়া গোলাম পরওয়ার
কোনো ষড়যন্ত্রই বিচারের রায়কে প্রভাবিত করতে পারবে না: গণঅধিকার পরিষদ 
সাভার ও ধামরাইয়ে নাশকতার অভিযোগে আওয়ামী লীগের ১৫ জন গ্রেফতার
সামাজিক ব্যবসা কোনো তত্ত্ব নয়, বাস্তব সমাধান: মৎস্য উপদেষ্টা
২০২৬ সালে ২৮ দিন ব্যাংক ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক
নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করতে হবে: ড. মোশাররফ
রাজধানীতে ৬টি পেট্রোল বোমাসহ নাশকতাকারী গ্রেফতার 
পিরোজপুরে ৬০ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ইউক্রেনের আরও ২ গ্রাম দখলের দাবি রাশিয়ার
১০