বাসস
  ২৮ মার্চ ২০২৩, ২২:৪২

স্বাধীনতা উপলক্ষ্যে কেন্দ্রীয় ১৪ দলের আলোচনা সভা বৃহষ্পতিবার

ঢাকা, ২৮ মার্চ, ২০২৩ (বাসস) : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে কেন্দ্রীয় ১৪ দলের এক আলোচনা আগামী বৃহষ্পতিবার (৩০ মার্চ) সকাল ১১ টায় কাকরাইলস্থ ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়–য়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানিয়ে বলা হয়, সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি।   
সভায় সংশ্লিষ্ট সকলকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।