শিরোনাম
ঢাকা, ২৯ মার্চ, ২০২৩ (বাসস): স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহবায়ক, ছাত্রলীগের সাবেক সভাপতি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা নূরে আলম সিদ্দিকীর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি।
আজ এক শোকবার্তায় তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে নূরে আলম সিদ্দিকীর অসামান্য ভূমিকা দেশবাসী ভুলবে না। ছয় দফা আন্দোলন এবং ভাষা আন্দোলনেও নূূরে আলম সিদ্দিকীর ভূমিকা ছিল প্রশংসনীয়। মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে তাঁর লেখা তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে জাতি একজন সাহসী দেশপ্রেমিক গুণী ব্যক্তিকে হারালো।
শোকবার্তায় আমির হোসেন আমু মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।