বাসস
  ১৯ এপ্রিল ২০২৩, ১৬:৪৮

সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাচ্ছে ‘হ্যালো জুনিয়র’

ঢাকা, ১৯ এপ্রিল  ২০২৩ (বাসস) : সুবিধাবঞ্চিত শিশুদের নতুন জামা উপহার দিয়েছে বাচ্চাদের-ই ক্লদিং শপ ‘হ্যালো জুনিয়র’।
 মঙ্গলবার রাজধানীর  বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বাটারফ্লাই স্কুল ফর ডিপ্রাইভড চিলড্রেন-এ ‘শেয়ার ইউর হ্যাপিনেস ক্যাম্পেইন’-এর উদ্যোগে ইফতার শেষে নতুন পোশাক বিতরণ করা হয়।
এসময় সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ‘হ্যালো জুনিয়র’ টিম, কোম্পানির গ্রাহক ও তাদের বাচ্চারা উপস্থিত ছিলেন।  
হ্যালো জুনিয়র’ এর নাফিজ সাদেকিন বলেন, “রমজানের মাহাত্ম্য ও পারস্পরিক হৃদ্যতার কথা বিবেচনা করে আমরা ‘শেয়ার ইউর হ্যাপিনেস ক্যাম্পেইন’ শুরু করি। ১ হাজারের বেশি সুবিধাবঞ্চিত শিশুকে জামা উপহার দিয়েছে বাচ্চাদের মাধ্যমেই।
উল্লেখ্য, স্বল্প কিছু পুঁজি নিয়ে কোভিড-১৯ মহামারিতে অনলাইন শপ হিসেবে যাত্রা শুরু করে ‘হ্যালো জুনিয়র’।