বাসস
  ২৬ এপ্রিল ২০২৩, ১৯:১১

সিটি নির্বাচনে মনোনয়নপত্র জমা দিতে আচরণবিধি প্রতিপালনের আহবান

ঢাকা, ২৬ এপ্রিল, ২০২৩ (বাসস): গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়ার শেষদিন আগামীকাল। এই দিন যারা মনোনয়নপত্র জমা দেবেন তাদের নির্বাচনী আচরণবিধি প্রতিপালনের আহবান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আশাদুল হক আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, মনোনয়নপত্র দাখিলের সময় কোন ধরনের শোডাউন এবং ৫ জনের বেশি নেতাকর্মী নিয়ে মনোনয়নপত্র দাখিল করা যাবে না।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আগামী ২৫ মে গাজীপুর সিটি কর্পোরেশনের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৭ এপ্রিল বৃহস্পতিবার এ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। মনোনয়নপত্র দাখিলের সময় কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তার পক্ষে অন্য কোন ব্যক্তি, কোন রাজনৈতিক দল বা কোন প্রার্থীর পক্ষে কোন সংস্থা বা প্রতিষ্ঠান সিটি কর্পোরেশন নির্বাচন আচরণবিধি ভঙ্গ করলে কমিশন তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।’
ঘোষিত তফসিল অনুযায়ী, গাজীপুরে আগামী ৩০ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই, প্রার্থিতা প্রত্যাহার ৮ মে এবং প্রতীক বরাদ্দ হবে ৯ মে। আগামী ২৫ মে ইভিএমের মাধ্যমে এই সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।