শিরোনাম
ঝালকাঠি, ২৭ এপ্রিল, ২০২৩ (বাসস) : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্নয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, ছাত্র-ছাত্রীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করার সকল সুযোগ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশে প্রদান করেছেন।
আজ বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠির সদর উপজেলার ঐতিহ্যবাহী নথুল্লাবাদ উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বিদ্যালয় মাঠে শতবর্ষ অনুষ্ঠানে এ বিদ্যাপীঠের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলন মেলায় পরিনত হয়।
আমির হোসেন আমু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর গ্রামভিত্তিক প্রত্যেকটি স্কুলে ল্যাপটপ দিয়েছেন, মাল্টিমিডিয়ার সুব্যবস্থা করেছেন। আধুনিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত করার সকল সুযোগ প্রধানমন্ত্রী এই দেশে প্রদান করেছেন।
তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য যে কারিগর প্রয়োজন ঐতিহ্যবাহী এসব শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে তা সৃষ্টি করতে হবে। আজকে একটি স্কুলে শিক্ষা শুধু পুথিগত শিক্ষা নয়। একটি স্কুলে শিক্ষা দেওয়া হয়, সামাজিকতা, নৈকতকতাকে শুরুত্ব দিয়ে যাবতীয় শিক্ষা দেয়া হচ্ছে।
বিদ্যালয় ম্যানিজিং কমিটির সভাপতি রেজাউল কবিরের সভাপতিত্ব অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মোঃ শাহ আলম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান ও পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার, পুলিশ সুপার মোঃ আফরুজুল হক টুটুল বক্তব্য রাখেন।