বাসস
  ২৮ এপ্রিল ২০২৩, ১২:২৯

যশোর বোর্ডের ১২ এসএসসি পরীক্ষার্থী পাচ্ছে শ্রুতিলেখক

যশোর, ২৮ এপ্রিল, ২০২৩ (বাসস) : শ্রুতিলেখকের সহায়তা নিয়ে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেবে যশোর শিক্ষা বোর্ডের ১২ পরীক্ষার্থী। 
বিশেষ চাহিদা সম্পন্ন এসব শিক্ষার্থীদের জন্য শ্রুতিলেখক (স্কাইব) নিয়োগ দেয়া হয়েছে। শ্রুতিলেখকের সহায়তা নেয়া পরীক্ষার্থীরা নির্ধারিত সময়ের চেয়ে অতিরিক্ত ২০ মিনিট পাবে। পরীক্ষার্থীরা প্রশ্নের উত্তর বলবে শ্রুতিলেখকরা লিখে দেবে।
শিক্ষক ও অভিভাবদের আবেদনের প্রেক্ষিতে শ্রুতি লেখক নিয়োগ দেয়া হয়েছে বলে জানিয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ^াস শাহীন আহমেদ। তিনি জানান, শ্রুতিলেখকের সহযোগিতা ছাড়া তারা পরীক্ষা দিতে পারবে না। শ্রুতিলেখক নিয়োগ দেয়ায় তারা অতিরিক্ত ৩০ মিনিটের পরিবর্তে পাবে ২০ মিনিট বর্ধিত সময়।
বোর্ডের ওয়েবসাইডে প্রকাশিত তালিকার মাধ্যমে জানা গেছে, কুষ্টিয়ার কুমারখালী পান্টি মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী এবিএম মাহির ফয়সালের শ্রুতিলেখক হিসেবে নিয়োগ পেয়েছে একই বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী রুপা খাতুন। বাগেরহাট মোড়েলগঞ্জের বেতকাশী মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী সিফাত হোসেন হাসিবের শ্রুতিলেখক একই বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী জেন্দার আলী, মাগুরা কাটাখালী মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী তাসিন আহমেদের শ্রুতিলেখক ওই বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী জীম হোসেন, পারনান্দুয়ালী মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী জয় কুমার কুন্ডুর শ্রুতিলেখক একই স্কুলের ৮ম শ্রেণির শিক্ষার্থী জোয়ারদার, চুয়াডাঙ্গা আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নওশিন সাহেদের শ্রুতিলেখক একই স্কুলের ৮ম শ্রেণির শিক্ষার্থী মুবতাসিম সারার, খুলনা গোকুলখালী মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী সোনিয়া খাতুনের শ্রুতিলেখক একই বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী মামুর আক্তার বুলবুলি ও আয়েশা আক্তারের শ্রুতি লেখক একই বিদ্যালয়ের শরীফা আক্তার, গোকুলখালী মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী ময়না খাতুন রুপার শ্রুতিলেখক একই স্কুলের ৮ম শ্রেণির শিক্ষার্থী মিতালী, পরীক্ষার্থী ফিরোজা খাতুনের শ্রুতিলেখক মিম আক্তার, ওমর ফারুকের শ্রুতি লেখক  সাব্বির শরীফ, খুলনা ফুলতলার আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী হাসান হাবীবের শ্রুতিলেখক একই স্কুলের তানভীর আহম্মেদ।
পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ^াস শাহীন আহমেদ জানান, যেসব দৃষ্টি প্রতিবন্ধী পরীক্ষার্থীর সমাজসেবা কার্ড আছে তারা বিদ্যালয়ের মাধ্যমে শ্রুতিলেখকের জন্য আবেদন করেছে। তাদের শ্রুতিলেখক নিয়োগ দেয়া হয়েছে। পরীক্ষার নিয়মানুযায়ী অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে শ্রুতিলেখক নিয়োগ দেয়া হয়েছে। পরীক্ষার্থীরা বলবে আর শ্রুতিলেখক লিখে দেবে।