বাসস
  ২০ মে ২০২৩, ১৬:১৪

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

কুমিল্লা (দক্ষিণ), ২০ মে, ২০২৩ (বাসস) : কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে গুচ্ছের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আজ শনিবার গুচ্ছ ভর্তি পরীক্ষার ‘খ’ ইউনিটের পরীক্ষা শুরু হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ৪ টি একাডেমিক ভবন ও বাহিরে ৫টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ কেন্দ্রে অংশগ্রহণ করে ৬ হাজার ৯৬২ জন। ভর্তি পরীক্ষা দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।
‘খ’ ইউনিটের আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এন এম রবিউল আউয়াল চৌধুরী বাসসকে বলেন, প্রতিবারের মতো এবারও ভালোভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী বলেন, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন, জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন মিলে টিম হিসেবে কাজ করছি। এ পর্যন্ত আমরা কোনো উদ্ভূত পরিস্থিতির অভিযোগ পাইনি। আশাকরি আমরা সবকিছু সুন্দরভাবে সম্পন্ন করতে পারবো।
উল্লেখ্য, গুচ্ছ ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, আগামী ২৭ মে বিজ্ঞান বিভাগের এবং ৩ জুন ব্যবসায় শিক্ষা বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।