বাসস
  ০২ জুন ২০২৩, ২০:৩১

আফছারুল আমীনের মৃত্যুতে ওয়াসিকা আয়শা খান এমপি’র শোক  

ঢাকা, ২ জুন, ২০২৩ (বাসস) : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য ও শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. মো. আফছারুল আমীনের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন।
ওয়াসিকা আয়শা খান মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। 
উল্লেখ্য, আজ বিকেল ৪টা নাগাদ রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ডা. মো. আফছারুল আমীন এমপি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।