বাসস
  ১৫ জুন ২০২৩, ১৮:২৩

গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত ২৮৫ জন হাসপাতালে ভর্তি

ঢাকা, ১৫ জুন, ২০২৩ (বাসস): গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৮৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এদের মধ্যে ঢাকায় ২৩৭ জন এবং ঢাকার বাইরে ৪৮ জন ভর্তি হয়েছেন।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯৩৭ জন ভর্তি রয়েছেন। এদের মধ্যে ঢাকার ৫৩ টি সরকারী ও বেসরকারী হাসপাতালে বর্তমানে সর্বমোট ভর্তি ৭৬৬ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি রোগী ১৭১ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ জুন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ভর্তি হয়েছে ৪০৮৭ জন। এদের মধ্যে ঢাকায় ৩১৪৮ জন এবং ঢাকার বাইরে ৯৩৯ জন। এ সময়ে মৃত্যু হয়েছে ২৯ জনের।
এ ছাড়া ডেঙ্গু আক্রান্ত ৩১২১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।