বাসস
  ২৩ জুন ২০২৩, ১২:১৫

নড়াইলে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিক উদযাপিত

নড়াইল, ২৩ জুন, ২০২৩ (বাসস) : আজ নড়াইলে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিক উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে সকালে জেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্যা অর্পন, বিশেষ মোনাজাত ও বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
এ সময় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মাশরাফি বিন মর্তুজা এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, পৌর মেয়র আঞ্জুমান আরা, পৌর আওয়ামী লীগের সভাপতি মলয় কুন্ডু, জেলা যুব মহিলালীগের সভাপতি সঞ্চিতা হক রিক্তা, জেলা ছাত্রলীগের সভাপতি নাঈম ভূঁইয়া, সাধারণ সম্পাদক স্বপ্নীল সিকদার নীলসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।