বাসস
  ২৩ জুন ২০২৩, ১৬:২৪

হবিগঞ্জে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

হবিগঞ্জ ২৩ জুন, ২০২৩ (বাসস): বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী হবিগঞ্জে নানা কর্মসূচির মধ্যদিয়ে উদযাপিত হচ্ছে। 
শুক্রবার সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। 
দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট মো. আফিল উদ্দিনের সভাপতিত্বে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো. আলমগীর চৌধুরীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি এডভোকেট কুতুব উদ্দিন শাহ, এডভোকেট প্রবাল কুমার মোদক, ডা. অসিত রঞ্জন দাস, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট লুৎফুর রহমান তালুকদার, সাংগঠনিক সম্পাদক নুর উদ্দিন বুলবুল, মশিউর রহমান শামীম ও এডভোকেট সুলতান মাহমুদ।
পরে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এতে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।