বাসস
  ২৯ জুন ২০২৩, ১১:০৩

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের প্রথম ও দ্বিতীয় জামাত অনুষ্ঠিত

ঢাকা, ২৮ জুন, ২০২৩ (বাসস) : বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের প্রথম ও দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল ৭টা থেকে পর্যায়ক্রমে এই জামাতগুলো অনুষ্ঠিত হয়।
প্রতিবছরের মতো এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের ৫টি জামাত অনুষ্ঠিত হবে।
ঈদের প্রথম জামাত সকাল ৭টায় অনুষ্ঠিত হয়। ইমাম হিসেবে ছিলেন বায়তুল মুকাররম জাতীয়
মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক। মুকাব্বির ছিলেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খাদেম আব্দুল হাদী।
দ্বিতীয় জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হয়। ইমামতি করেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মাওলানা মুহীউদ্দিন কাসেম। মুকাব্বির ছিলেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের মুয়াজ্জিন (অব.) হাফেজ ক্বারী মো. আতাউর রহমান।