বাসস
  ২৯ জুন ২০২৩, ১১:৫২

রাঙ্গামাটিতে পবিত্র ঈদ উল আযহার জামাত অনুষ্ঠিত

রাঙ্গামাটি,২৯ জুন ২০২৩(বাসস): পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে জেলার বিভিন্ন মসজিদে মসজিদে এবং ঈদগাহ মাঠে এবার পবিত্র ঈদুল আযহার নামাজের জামাত অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার তবলছড়ি কেন্দ্রীয় প্রধান ঈদগাহ মাঠে  এবং কোর্ট বিল্ডিং ঈদগাহ মাঠে দুই দফা ঈদ জামাত অনুষ্ঠিত হয়।
এ ছাড়া সকালে বনরূপা জামে মসজিদ, কালেক্টরেট জামে মসজিদ,কাঠালতলী জামে মসজিদ, ফরেস্ট কলোনি জামে মসজিদ, রিজার্ভ বাজার জামে মসজিদসহ রাঙ্গামাটির বিভিন্ন জুমা মসজিদ ও উপজেলার মসজিদগুলোতে ধর্মীয় ভাবগাম্ভির্যের মধ্য দিয়ে  ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
তবলছড়ি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের জামাতে অংশ নেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
এ ছাড়া রাঙ্গামাটির বিভিন্ন জুমা মসজিদে প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ মুসল্লীরা অংশ নেন।
পরে পশু কোরবানীর মধ্যে দিয়ে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় গরু, ছাগল, মহিষ কোরবানি করা হয়।
এছাড়া জেলার বিভিন্ন উপজেলাতেও যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ উল আযহার নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে।