বাসস
  ০৬ জুলাই ২০২৩, ১৯:৫৩
আপডেট : ০৬ জুলাই ২০২৩, ২০:০০

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬৬১ জন হাসপাতালে ভর্তি 

ঢাকা, ৬ জুলাই, ২০২৩ (বাসস) : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬৬১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ঢাকায় ৪৩৩ জন এবং ঢাকার বাইরে ২২৮ জন রয়েছেন।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন ২ হাজার ১২৯ জন। এদের মধ্যে ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে সর্বমোট ভর্তি ১ হাজার ৪৯০ জন এবং অন্যান্য বিভাগে ৬৩৯ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ভর্তি হয়েছেন ১১ হাজার ১১৬ জন। এদের মধ্যে ঢাকায় ৭ হাজার ৮৯৯ জন এবং ঢাকার বাইরে ৩ হাজার ২১৭ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬৪ জনের।
এ ছাড়া ডেঙ্গু আক্রান্ত ৮ হাজার ৯২৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।