বাসস
  ০৭ জুলাই ২০২৩, ২১:৪১
আপডেট : ০৭ জুলাই ২০২৩, ২১:৪৫

বরিশালে ৩১ সাংবাদিকের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার

বরিশাল, ৭ জুলাই ২০২৩ (বাসস) : জেলায় আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে ৩১ সাংবাদিকের মধ্যে ৩ লাখ ১০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে আজ শুক্রবার বিকেল  ৪ টায় বরিশাল সার্কিট হাউজের সভা কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই চেক বিতরণ করা হয়। 
বরিশাল সাংবাদিক ইউনিয়ন (জেইউবি) আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, প্রধান বক্তা বরিশাল সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র  আবুল খায়ের আবদুল্লাহ (খোকন সেরনিয়াবাত)।  এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এডিসি ( সার্বিক) সোহেল মারুফ। 
এ সময় আরো বক্তব্য রাখেন বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনিরুল আলম স্বপন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ। এছাড়াও সাংবাদিক ও  রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।