বাসস
  ১০ জুলাই ২০২৩, ১৮:২৭

লালমোহনে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব পেয়েছে ২৫১ মেধাবী শিক্ষার্থী

ভোলা, ১০ জুলাই, ২০২৩ (বাসস) : জেলার লালমোহন উপজেলায় আজ ২৫১ মেধাবী শিক্ষার্থী প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব পেয়েছে।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে মাধ্যমিক ও সমমানের মাদ্রাসা ও কারিগরি বিভাগের শিক্ষার্থীদের হাতে এসব ট্যাব তুলে দেন স্থানীয় সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
জনশুমারী ও গৃহগনণা প্রকল্প’র (২য় পর্যায়) আওতায় উপজেলা পসিংখ্যান অফিস এই অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুলের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, পৌর আওয়ামী লীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো: আয়ুব আলী ও  ইউপি চেয়ারম্যান মো: শাহাজান প্রমুখ।
উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো: আয়ুব আলী জানান, স্মার্ট নাগরিক তৈরি করার লক্ষে আজকের অনুষ্ঠানে উপজেলার মাদ্রাসা ও কারিগরি পর্যায়ের নবম ও দশম শ্রেণীর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী  মেধাবী শিক্ষার্থীদের একটি করে  ট্যাব প্রদান করা হয়।