শিরোনাম
শরীয়তপুর, ১৩ জুলাই, ২০২৩ (বাসস): জেলার নড়িয়া উপজেলার পন্ডিতসার টিএম গিয়াসউদ্দিন মহাবিদ্যালয়ের গরীব ও মেধাবী ৬০জন শিক্ষার্থীকে বেগম আশ্রাফুন্নেছা ফাউন্ডেশনের উদ্যোগে বাৎসরিক এককালীন শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার কলেজ সেমিনার কক্ষে পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপির রতœগর্ভা মায়ের নামে প্রতিষ্ঠিত বেগম আশ্রাফুন্নেছা ফাউন্ডেশনের পক্ষ থেকে এ বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কলেজের গভর্নিং বডির সভাপতি এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ কমিটির সদস্য জহির সিকদার। উপস্থিত ছিলেন- গভর্নিং বডির সদস্য কবির আলম, আজাহার মিয়া, রহিম জমাদ্দার, শিক্ষক ইলিয়াস খান, মিজানুর রহমান, অমল বিহারী প্রমুখ। এসময় কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।