মাগুরায় অবৈধ কার্বন তৈরির কারখানায় দূষিত হচ্ছে পরিবেশ

বাসস
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ১৪:২১ আপডেট: : ০৪ জানুয়ারি ২০২৫, ১৫:০৬

মাগুরা, ৪ জানুয়ারি, ২০২৫ (বাসস): জেলার শ্রীপুর উপজেলার নাকোল ইউনিয়নে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়ে গড়ে তোলা হয়েছে পাটকাঠির ছাই থেকে কার্বন তৈরির কারখানা (চারকোল কারখানা)। 

অবৈধ এই চারকোল কারখানার কালোধোঁয়া ও ছাই এ মারাত্মকভাবে দূষিত হচ্ছে পরিবেশ। এর প্রভাব পড়ছে মানুষ ও কৃষি ফসলে। কাঠ বা পাটকাঠি পোড়ানো ছাই বা ধোয়ায় শ্বাসকষ্ট, অ্যাজমা ও হাঁপানি সহ ক্যানসারের মত ভয়াবহ রোগ হতে পারে এবং ছাই ফসলের উপর পড়ে ফসলের খাদ্য উৎপাদনে ব্যাহত করছে জানান, সংশ্লিষ্ট জেলা কর্মকর্তারা। 

এলাকাবাসি দ্রত এ সমস্যার সমাধান চান। মির্জা ফকরুল, মির্জা গালিব হোসেন ইমন, মো. উজ্জ্বল সহ এলাকার অনেকের সাথে কথা বলে জানা যায়, কারখানায় পাটকাঠি পোড়ানোর সময় প্রচুর ধোঁয়া হয়। ধোঁয়ার কারণে জানালা-দরজা খোলা যায় না। এলাকার মানুষ রাতে ঘুমাতে পারে না। ছাই ও ধোঁয়ায় শ্বাসকষ্ট, অ্যাজমা, হাঁপানিসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। তাছাড়াও ফলমুল ও কৃষি ফসলের উৎপাদন কমে যাচ্ছে।

তারা আরো জানায়, এ অবৈধ কারখানা বিরুদ্ধে প্রতিবাদ করলে এলাকাবাসির উপর নেমে আসে প্রভাবশালী মহলের নানা রকম হুমকি। এই ছাই থেকে কার্বন তৈরির কারখানা (চারকোল কারকানা) বন্ধের দাবিতে ভুক্তভোগী গ্রামবাসীদের ব্যানারে মানববন্ধন করা হলেও হয়নি কোন সুরাহা।

কারখানার শ্রমিক ইউসুফ মোল্যা, মো. জালাল বিশ্বাস ও সাইফুল আহমেদ জানান, মুখে মাস্ক ও নাক মুখ বেধে কাজ করলে কোন সমস্যা হয় না।

জেলা সিভিল সার্জন শামীম কবীর জানান, কাঠ বা পাট পোড়ানো ছাই বা ধোঁয়ায় মানুষের শ্বাসতন্ত্রে যেয়ে ক্যানসারের মত ভয়াবহ রোগ ঘটাতে পারে।

জেলা খামারবাড়ী উপ পরিচালক মো. ইয়িাসিন আলী বলেন, ছাই কারখানার ছাই ফসলের উপর পড়ে ফসলের খাদ্য উৎপাদনে ব্যাহত করে। এ আর এন্টারপ্রাইজ গ্লোবাল কার্বন এর ম্যানেজার বলেন, পরিবেশ অধিদপ্তর লিখিত অনুমোদন না দিলেও মৌখিকভাবে কারখানা চালনোর নির্দেশনা দিয়েছেন।

জেলা পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক শোয়াইব মোহাম্মদ শোয়েব বলেন, নাকোল গ্লোবাল কার্বন এন্টারপ্রাইজ, ছাড়পত্রের জন্য আবেদন করেছে দু' বছর আগে। তা এখন যাচাই বাছাই প্রক্রিয়ায় রয়েছে। নিয়ম মেনে চললে তবেই ছাড়পত্র মিলবে। জেলায় প্রায় পাঁচটি ছাই কারখানা রয়েছে যার কোনটার ছাড়পত্র নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গৌরীপুরে সহিংসতার দায়ে বিএনপির ৫ নেতা বহিষ্কার
সাভারে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১২ নেতা-কর্মী গ্রেফতার
আরও ১৪ জেলায় নতুন ডিসি নিয়োগ
চাঁদপুরের নতুন জেলা প্রশাসক নাজমুল ইসলাম সরকার
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি স্থগিত
সালাহউদ্দিন আহমেদের কথায় অনশন ভাঙলেন আমজনতার তারেক 
দিনাজপুরে দুদকের ১৯০তম গণশুনানি সোমবার
রামপালে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
ঝিনাইদহের নতুন ডিসি আব্দুল্লাহ আল মাসউদ
২৬ ফেব্রুয়ারির পর নির্বাচন হলে জনগণ মেনে নেবে না: মির্জা ফখরুল
১০