পটুয়াখালীতে গলায় কলা আটকে ৩ বছরের শিশুর মৃত্যু

বাসস
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৪৯
প্রতীকী ছবি

পটুয়াখালী, ২১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলার বাউফলে গলায় কলা আটকে মোতালেব নামের ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। 

আজ রোববার বেলা ১১টার দিকে নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামে এ ঘটনা ঘটে। 

শিশু মোতালেব নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামের সোহেল প্যাদার ছেলে। তিনি ঢাকার একটি প্লেনসিটের দোকানে চাকরি করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ বেলা ১১ টার দিকে মোতালেবের বোন তাকে একটি কলা খেতে দেন। খাওয়ার এক পর্যায়ে কলার একটি টুকরা তার গলায় আটকে যায়। এসময় অবস্থার অবনতি হলে শিশুটির মা ও বোনের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে শিশুটিকে দ্রুত বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

দুপুর ১২টা ২০ মিনিটের দিকে হাসপাতালে পৌঁছালে জরুরি বিভাগের চিকিৎসক ডা. গোলাম মোস্তাহিদ শিশুটিকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসক জানান, শিশুটির গলা থেকে কয়েক টুকরা কলা বের করা হয়।

মৃত মোতালেব ছিল তিন বোনের পর একমাত্র ভাই। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, শিশু মৃত্যুর ঘটনাটি অবহিত হয়েছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
১০