পটুয়াখালীতে গলায় কলা আটকে ৩ বছরের শিশুর মৃত্যু

বাসস
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৪৯
প্রতীকী ছবি

পটুয়াখালী, ২১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলার বাউফলে গলায় কলা আটকে মোতালেব নামের ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। 

আজ রোববার বেলা ১১টার দিকে নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামে এ ঘটনা ঘটে। 

শিশু মোতালেব নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামের সোহেল প্যাদার ছেলে। তিনি ঢাকার একটি প্লেনসিটের দোকানে চাকরি করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ বেলা ১১ টার দিকে মোতালেবের বোন তাকে একটি কলা খেতে দেন। খাওয়ার এক পর্যায়ে কলার একটি টুকরা তার গলায় আটকে যায়। এসময় অবস্থার অবনতি হলে শিশুটির মা ও বোনের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে শিশুটিকে দ্রুত বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

দুপুর ১২টা ২০ মিনিটের দিকে হাসপাতালে পৌঁছালে জরুরি বিভাগের চিকিৎসক ডা. গোলাম মোস্তাহিদ শিশুটিকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসক জানান, শিশুটির গলা থেকে কয়েক টুকরা কলা বের করা হয়।

মৃত মোতালেব ছিল তিন বোনের পর একমাত্র ভাই। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, শিশু মৃত্যুর ঘটনাটি অবহিত হয়েছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মহানবী (সা.) মানবাধিকার প্রতিষ্ঠার অগ্রপথিক : ধর্ম উপদেষ্টা 
দুর্গাপূজা উপলক্ষে শাঁখারীবাজারে ‘শাঁখা’ কেনার ধুম
ময়মনসিংহে ধর্মীয় ভাবগাম্ভীর্যে শারদীয় দুর্গোৎসব শুরু
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৬৫১ মামলা
দিনাজপুরে পূজামন্ডপের জন্য ৬৩৭ মেট্রিক টন পাঁচশ’ কেজি চাল বরাদ্দ
শরণখোলায় চালু হলো উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-আঞ্চলিক কেন্দ্র
তুরাগে পরিবারিক কলহে স্ত্রীকে হত্যা: স্বামীসহ গ্রেফতার ২
পরিকল্পনা কমিশনের সদস্য মো. রুহুল আমিন ওএসডি
জনপ্রশাসন সিনিয়র সচিব মোখলেস উর রহমানকে পরিকল্পনা কমিশনে বদলি
মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত 
১০