পটুয়াখালীতে তরমুজবাহী ট্রলার ডাকাতির প্রধান আসামি গ্রেফতার

বাসস
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ১১:২৫
ডাকাতির ঘটনায় জড়িত প্রধান আসামি কামাল হোসেনকে(৩৮) গ্রেফতার করেছে র‌্যাব। ছবি: বাসস

পটুয়াখালী,  ৪ অক্টোবর, ২০২৫ (বাসস): জেলার বাউফলে তরমুজবাহী ট্রলার ডাকাতির ঘটনায় জড়িত প্রধান আসামি কামাল হোসেনকে(৩৮) গ্রেফতার করেছে র‌্যাব।

পটুয়াখালী র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার   স্কোয়াড্রন লিডার রাশেদ আহসান বিষয়টি নিশ্চিত করেছেন ।

আজ শনিবার ( ৪ অক্টোবর) ভোররাত ৪ টার দিকে ভোলার দক্ষিণ দিগালদি এলাকার নিজ বাড়ি থেকে র‌্যাব -৮ এর পটুয়াখালী ক্যাম্প ও ভোলা ক্যাম্প যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করে।

অভিযোগ সূত্রে জানা যায়, চলতি বছরের ১৪ মার্চ রাত আনুমানিক ১১টার দিকে বাদীর মালিকানাধীন একটি ট্রলার গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নের কপালবেড়া এলাকা থেকে প্রায় ১০ হাজার পিস তরমুজ নিয়ে চাঁদপুরের দিকে যাচ্ছিল। ট্রলারে প্রায় ১৫ লাখ টাকার তরমুজ ছিল।

পথে বাউফলের নাজিরপুর ইউনিয়নের তেঁতুলিয়া নদীতে সশস্ত্র ডাকাতরা ট্রলার আটকায়। এ সময় তারা কৃষকদের মারধর করে এবং পুরো ট্রলারভর্তি তরমুজ লুট করে নিয়ে যায়। ঘটনায় বাদীসহ অন্তত পাঁচজন 

কৃষক আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ঘটনায় কৃষক শহিদুল মাতব্বর বাদী হয়ে অজ্ঞাতনামা ৭/৮ জনের বিরুদ্ধে বাউফল থানায় মামলা দায়ের করেন।

পটুয়াখালী র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার রাশেদ আহসান বলেন, ‘অভিযুক্ত ডাকাতদের গ্রেফতারে র‌্যাব সর্বদা তৎপর রয়েছে। এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড কোনোভাবেই সহ্য করা হবে না।

তিনি আরো বলেন, ‘জনগণের জানমাল রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে কাজ করছি এবং ভবিষ্যতেও এ ধরনের অপরাধ দমন করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১২
ছোট দ্বীপ রাষ্ট্রগুলোর সঙ্গে সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত বাংলাদেশের
সুষ্ঠু নির্বাচন নিয়ে ষড়যন্ত্রে বিভ্রান্ত হবে না জনগণ: রুহুল কবির রিজভী
মাছ ধরায় নিষেধাজ্ঞাকালীন মৎস্যজীবীদের জন্য বরাদ্দ ৭৩.৪০ মে:টন চাল
ভেনিজুয়েলার উপকূলে মাদক বহনের নৌকায় মার্কিন বাহিনীর আক্রমণে নিহত ৪
ট্রাম্পের এইচ-১বি ভিসা ফি বৃদ্ধির আদেশের বিরুদ্ধে মামলা
মেহেরপুরের আমঝুপি নীলকুঠি: বাংলার শোষণ আর সংগ্রামের ঐতিহাসিক নিদর্শন
কোম্পানীগঞ্জে খালের পানিতে ডুবে প্রাণ গেল বৃদ্ধের
গাজায় শান্তি ফেরাতে ট্রাম্পের ২০ দফায় কি রয়েছে
মনের মতো ইলিশ না পেয়ে হতাশ ক্রেতা-বিক্রেতারা
১০