পটুয়াখালীতে ইলিশসহ সব ধরনের মাছ আহরণ ২২ দিন বন্ধ থাকবে

বাসস
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ১৩:০৭
সাগর ও নদীতে ২২ দিনের জন্য ইলিশসহ সব ধরনের মাছ আহরণে সরকারি নিষেধাজ্ঞা জারি । ছবি: বাসস

পটুয়াখালী, ৪ অক্টোবর ২০২৫ (বাসস): উপকূলীয় জেলা পটুয়াখালীতে ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণের জন্য গতকাল শুক্রবার রাত ১২ টার পর (৪ অক্টোবর) থেকে সাগর ও নদীতে ২২ দিনের জন্য ইলিশসহ সব ধরনের মাছ আহরণে সরকারি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এ সময় মাছ ধরা, পরিবহণ, মজুত, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। নিষেধাজ্ঞা কার্যকর করতে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা জুড়ে মাইকিং করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার সকাল থেকে বঙ্গোপসাগরে অবস্থানরত অধিকাংশ মাছ ধরার ট্রলার মহিপুর ও আলীপুরের শিববাড়িয়া নদীতে ফিরে এসেছে।

উল্লেখ্য, কয়েকদিন ধরে জেলেদের জালে কাঙ্ক্ষিত মাছ ধরা পড়ায় তারা বেশ উচ্ছ্বসিত ছিলেন। তবে নিষেধাজ্ঞা কার্যকর হওয়ায় সেই আনন্দ ম্লান হয়ে গেছে।

তবে জেলেরা সরকারের প্রদেয় প্রণোদনা বৃদ্ধি এবং পার্শ্ববর্তী দেশের জেলেদের আগ্রাসন ঠেকাতে সমুদ্রে প্রশাসনিক টহল জোরদারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, মা ইলিশ রক্ষায় ৩ অক্টোবর দিবাগত রাত থেকে ২২ দিনের জন্য সমুদ্র ও নদীতে ইলিশ আহরণ, পরিবহণ ও বিক্রয় নিষিদ্ধ থাকবে। এ নিষেধাজ্ঞা কার্যকর করতে আমরা প্রচার প্রচারণা চালিয়েছি।

তিনি আরো বলেন, অবরোধ কার্যকর করতে দিনরাত সব সময় আমাদের টহল জোরদার থাকবে। এ সময়ে জেলেদের দৈনন্দিন চাহিদা মেটানোর জন্য সরকারি সহায়তা দেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মিশর গাজার ভবিষ্যৎ নিয়ে ফিলিস্তিনি সম্মেলন আয়োজন করবে : হামাস
চট্টগ্রামের ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
পিরোজপুরে জেলা বিএনপি নেতাদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
মিউনিখ বিমানবন্দর ফের চালু
কর্ণফুলী টানেলে বাস উল্টে আহত ৪
গাজা যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত করতে আলোচনায় বসতে প্রস্তুত হামাস
কুমিল্লা ইপিজেডে বিনিয়োগ বাড়াতে আগ্রহী বিদেশিরা, প্রয়োজন আরো প্লট   
কর্মী সংকটে মাদারীপুরে ৩৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত আইএইচটি
ট্রাম্পের আহ্বানেও থামছে না গাজায় ইসরাইলি হামলা
মরক্কোতে টানা সপ্তম দিনের মতো বিক্ষোভ করছে জেন জি 
১০