ট্রাম্পের আহ্বানেও থামছে না গাজায় ইসরাইলি হামলা

বাসস
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ১৫:২৬

ঢাকা, ৪ অক্টোবর, ২০২৫ (বাসস) : যুদ্ধবিরতি চুক্তিতে হামাসের সম্মতির পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা সিটিতে বোমা হামলা বন্ধের আহ্বান জানালেও, ইসরাইল সেখানে বেশ কয়েকটি বিমান হামলা ও গোলাবর্ষণ করেছে।

হামাস-নিয়ন্ত্রিত গাজার সিভিল ডিফেন্স এজেন্সি শনিবার এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল এএফপি’কে বলেন, ‘গত রাতটি ছিল অত্যন্ত সহিংস। প্রেসিডেন্ট ট্রাম্পের বোমা বর্ষণ বন্ধের আহ্বান জানানোর পরও ইসরাইলি সেনারা গাজা সিটিসহ উপত্যকার অন্যান্য এলাকায় বেশ কয়েকটি বিমান হামলা ও গোলাবর্ষণ চালিয়েছে।’

বাসাল আরো বলেন, রাতভর বোমা হামলায় অন্তত ২০টি বাড়ি ধ্বংস হয়েছে।

গাজা সিটির ব্যাপটিস্ট হাসপাতাল জানায়, শহরটির তুফফাহ এলাকায় একটি বাড়িতে হামলায় হতাহতদের এখানে আনা হয়েছে, যাদের মধ্যে চার জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

খান ইউনিস এলাকার নাসের হাসপাতাল জানায়, বাস্তুচ্যুত গাজাবাসীর একটি তাঁবুতে ড্রোন হামলায় দুই শিশু নিহত ও আট জন আহত হয়েছেন।

এ সপ্তাহে ট্রাম্প গাজার জন্য এক শান্তি পরিকল্পনা উপস্থাপন করেন, যা ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সমর্থন করেছেন। 

এতে থাকছে যুদ্ধবিরতি, ৭২ ঘণ্টার মধ্যে জিম্মি মুক্তি, হামাসের নিরস্ত্রীকরণ ও ধাপে ধাপে ইসরাইলি সেনা প্রত্যাহার।

এদিকে হামাস শুক্রবার জানায়, তারা ট্রাম্পের পরিকল্পনার অংশ হিসেবে, গাজায় আটক জিম্মিদের মুক্তি দিতে প্রস্তুত। তবে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতে হবে এবং ফিলিস্তিনি ভূখণ্ডের ভবিষ্যৎ নিয়ে তাদের ভূমিকা থাকতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
১০