ট্রাম্পের আহ্বানেও থামছে না গাজায় ইসরাইলি হামলা

বাসস
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ১৫:২৬

ঢাকা, ৪ অক্টোবর, ২০২৫ (বাসস) : যুদ্ধবিরতি চুক্তিতে হামাসের সম্মতির পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা সিটিতে বোমা হামলা বন্ধের আহ্বান জানালেও, ইসরাইল সেখানে বেশ কয়েকটি বিমান হামলা ও গোলাবর্ষণ করেছে।

হামাস-নিয়ন্ত্রিত গাজার সিভিল ডিফেন্স এজেন্সি শনিবার এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল এএফপি’কে বলেন, ‘গত রাতটি ছিল অত্যন্ত সহিংস। প্রেসিডেন্ট ট্রাম্পের বোমা বর্ষণ বন্ধের আহ্বান জানানোর পরও ইসরাইলি সেনারা গাজা সিটিসহ উপত্যকার অন্যান্য এলাকায় বেশ কয়েকটি বিমান হামলা ও গোলাবর্ষণ চালিয়েছে।’

বাসাল আরো বলেন, রাতভর বোমা হামলায় অন্তত ২০টি বাড়ি ধ্বংস হয়েছে।

গাজা সিটির ব্যাপটিস্ট হাসপাতাল জানায়, শহরটির তুফফাহ এলাকায় একটি বাড়িতে হামলায় হতাহতদের এখানে আনা হয়েছে, যাদের মধ্যে চার জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

খান ইউনিস এলাকার নাসের হাসপাতাল জানায়, বাস্তুচ্যুত গাজাবাসীর একটি তাঁবুতে ড্রোন হামলায় দুই শিশু নিহত ও আট জন আহত হয়েছেন।

এ সপ্তাহে ট্রাম্প গাজার জন্য এক শান্তি পরিকল্পনা উপস্থাপন করেন, যা ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সমর্থন করেছেন। 

এতে থাকছে যুদ্ধবিরতি, ৭২ ঘণ্টার মধ্যে জিম্মি মুক্তি, হামাসের নিরস্ত্রীকরণ ও ধাপে ধাপে ইসরাইলি সেনা প্রত্যাহার।

এদিকে হামাস শুক্রবার জানায়, তারা ট্রাম্পের পরিকল্পনার অংশ হিসেবে, গাজায় আটক জিম্মিদের মুক্তি দিতে প্রস্তুত। তবে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতে হবে এবং ফিলিস্তিনি ভূখণ্ডের ভবিষ্যৎ নিয়ে তাদের ভূমিকা থাকতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মার্শের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতল অস্ট্রেলিয়া
বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বুদ্ধের শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে : প্রধান উপদেষ্টা
ইরানে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর
সুনসান নীরবতা চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্রে 
সাইবারট্রাক দুর্ঘটনায় নিহত কিশোরীর পরিবারের টেসলার বিরুদ্ধে মামলা : রিপোর্ট
ইউক্রেনের রেল স্টেশনে রাশিয়ার হামলায় কমপক্ষে ৩০ জন আহত : জেলেনস্কি
জাদেজা নৈপুণ্যে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ শুরু ভারতের
বাংলাদেশ মানবপাচার-বিরোধী পদক্ষেপ জোরদার করেছে : মার্কিন টিআইপি রিপোর্ট
গাজাগামী ফ্লোটিলা থেকে ৩৬ জন নাগরিকের দেশে ফেরার কথা রয়েছে : তুরস্ক
পটুয়াখালীতে ৭ দিনেও খোঁজ মেলেনি ৫ জেলের
১০