বরিশাল, ৪ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলায় ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিতে শুক্রবার মধ্যরাত থেকে শুরু হয়েছে মা ইলিশ সংরক্ষণ অভিযান।
এ উপলক্ষে বরিশাল জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে আজ শনিবার বেলা সাড়ে ১১টায় একটি নৌ র্যালী বের হয়ে কীর্ত্তণখোলা নদীর বেলতলাসহ অনান্য নদী প্রদক্ষিণ করে। র্যালীতে বরিশালের জেলা প্রশাসক, পুলিশের ঊর্ধত্বন কর্মকর্তা, মৎস্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এতে র্যাব, নৌ পুলিশ এবং কোস্টগার্ড সদস্যরা অংশ নেন।
জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন জানিয়েছেন, নিষেধাজ্ঞা বাস্তবায়নে জেলেদের সহায়তায় ভিজিএফ কর্মসূচির আওতায় প্রত্যেক জেলেকে ২৫ কেজি করে চাল বিতরণ করা হবে। আমরা চাই এবছর ২২ দিনের নিষেধাজ্ঞা সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে পালন করবে জেলেরা। আগামী ২৫ অক্টোবর পর্যন্ত নদী-সাগরে ইলিশসহ সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। ২২ দিন পর আবার জেলেরা নদীতে মাছ শিকার করতে পারবে। এজন্য সবাইকে সচেতন হতে হবে৷
জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ জানিয়েছে, বরিশালের মেঘনা নদীতে মাছ ধরা বন্ধ রাখতে নৌ পুলিশ ও হিজলা উপজেলা মৎস্য কর্মকর্তার উদ্যোগে ড্রোন উড়িয়ে নজর রাখা হবে। এছাড়া অভিযান পরিচালনায় জেলায় ৩০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হচ্ছে।
তিনি আরো জানান, জেলায় মোট জেলের সংখ্যা ৭৯ হাজার ৬২৩ জন। এর মধ্যে কার্ডধারী জেলে ৬৬ হাজার ৫২৪ জন। কার্ডধারী জেলেদের জন্য ১ হাজার ৬৬৩ দশমিক ১ মেট্রিকটন চাল বরাদ্দ দেয়া হয়েছে। এর মধ্যে প্রত্যেক জেলে ২৫ কেজি করে চাল পাবে। নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকার করলে
দুই বছরের সশ্রম কারাদণ্ড অথবা ৫ লাখ টাকা জড়িমানার বিধান রাখা হয়েছে বলে জানিয়েছে মৎস্য অধিদপ্তর।