রাজবাড়ী, ৪ অক্টোবর, ২০২৫ (বাসস) : রাজবাড়ী জেলার বালিয়াকান্দি সরকারি কলেজ প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে।
কলেজ সূত্রে জানা যায়, ১৯৫৭ সালে এ কলেজ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির ৫৮ বছরের গৌরবোজ্জ্বল শিক্ষা কার্যক্রম স্মরণে শুক্রবার একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)’র চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মো. আবদুল লতিফ মোল্লা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ।
বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার, ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ ফারুকুজ্জামান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক অধ্যাপক নুরুজ্জামান, কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহনেওয়াজ পারভেজ এবং বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোস্তাফিজুর রহমান।
প্রধান অতিথি আবদুল লতিফ বলেন, ‘পঞ্চাশ বছরের দীর্ঘ পথচলায় বালিয়াকান্দি সরকারি কলেজ শুধু শিক্ষার আলোই ছড়ায়নি, বরং দেশপ্রেম, সমাজ গঠন এবং নেতৃত্ব তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।’
তিনি আরও বলেন, এ কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা আজ দেশের প্রশাসন, শিক্ষা ও চিকিৎসাসহ নানা গুরুত্বপূর্ণ খাতে অবদান রাখছেন।
এসময় তিনি শিক্ষা বিস্তারে কলেজের অবদানকে প্রশংসা করেন এবং ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞান, মেধা ও শৃঙ্খলা মেনে সুসংগঠিত সমাজ গড়তে আরও নিবেদিত হওয়ার আহ্বান জানান।