নাটোর, ১২ অক্টোবর, ২০২৫ (বাসস) : নাটোরে চলনবিলের মুক্ত আকাশে অবমুক্ত করা হয়েছে দশটি বক ও ঘুঘু পাখি।
আজ রোববার সকালে সিংড়া উপজেলার তিনটি স্থানে ফাঁদ থেকে পাখিগুলো উদ্ধার করেন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যবৃন্দ। বিলদহর ও কালিনগর মাঠে স্থাপিত কিল্লাঘরের ফাঁদ থেকে ছয়টি বক এবং বারইহাটি বিলে কারেন্ট জালের ফাঁদ থেকে চারটি ঘুঘু পাখি উদ্ধার করেন পরিবেশ কর্মীরা।
চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, অভিযুক্ত দুই শিকারির কাছ থেকে আর কখনও পাখি শিকার না করার মুচলেকা নেওয়া হয়েছে। একইসঙ্গে পাখি শিকারের ফাঁদ হিসেবে ব্যকহৃত কিল্লাঘর এবং কারেন্ট জাল ধ্বংস করা হয়।