সুনামগঞ্জে লালন সাঁইয়ের ১৩৫ তম তিরোধান দিবস পালিত

বাসস
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ১২:১৭
লালনের তিরোধান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ছবি: বাসস

সুনামগঞ্জ, ১৭ অক্টোবর, ২০২৫ (বাসস): জেলায় যথাযোগ্য মর্যাদায় লালন সাঁইয়ের ১৩৫ তম তিরোধান দিবস পালিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় সুনামগঞ্জ জেলা প্রশাসন গতকাল শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির হাসনরাজা মিলনায়তনে এ দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ  জেলা প্রশাসক ড.মোহাম্মদ ইলিয়াস মিয়া। সভায় স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল। সহকারী কমিশনার দিপান্বিতা দেবীর সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুনামগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. জাকির হোসেন। 

আলোচনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. রোখসানা পারভীন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ জাকির হোসেন, সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘরের ডেপুটি কিউরেটর মোহাম্মদ সুবাস উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন এবং জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী ।

সভায় বক্তারা সাম্য,মানবিক মর্যাদা প্রতিষ্ঠায় বাউল লালনের আদর্শ চর্চার আহ্বান জানান। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে আগত শিল্পী এবং শিল্পকলা একাডেমির প্রশিক্ষণার্থীরা সংগীত পরিবেশন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গণিত ছাড়া আধুনিক জীবন অচল : খুবি উপাচার্য
ওয়ানডে অভিষেক হল মাহিদুলের
হাইতির ওপর আরও এক বছরের অস্ত্র নিষেধাজ্ঞা 
বিএনপির ৩১ দফা বাস্তবায়ন দেশের উন্নয়নে গতিশীলতা আনবে : শামসুজ্জামান দুদু
৩১ দফা বাস্তবায়নে টাঙ্গাইলে বিএনপির লিফলেট বিতরণ 
জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা বদ্ধপরিকর : নির্বাচন কমিশনার
নাটোরে ‘স্কাউটস ওন’ অনুষ্ঠানে রোভারবৃন্দের শপথ
জুলাই সনদে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে ভোলাবাসী
মুন্সীগঞ্জে কাশফুলের বনে  প্রকৃতি প্রেমিকদের ভিড়
চট্টগ্রাম বন্দরে ট্রেইলার চলাচল বন্ধ
১০