মুন্সীগঞ্জে কাশফুলের বনে  প্রকৃতি প্রেমিকদের ভিড়

বাসস
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ১৪:০২
কাশফুলের বনে এখন প্রকৃতি প্রেমিকদের ভিড়। ছবি: বাসস

মো. মঞ্জুর মোর্শেদ

মুন্সীগঞ্জ,  ১৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : ইট পাথরের যুগে চার দেওয়ালের বন্দি থেকে আর সংসার জীবনের ঘানি টানতে টানতে মানুষ যখন হাপিয়ে উঠে তখন সে প্রশান্তির খোঁজ করে  ফিরে যায় নির্মল প্রৃকতির কাছে। প্রকৃতির অপুরুপ সৌন্দর্যে কিছুক্ষনের জন্য হারিয়ে যায় সেখানে।জেলার কাশফুলের বনে এখন প্রকৃতি প্রেমিকদের ভিড়।

এমনি একটি সৌন্দর্যের স্নান মুন্সীগঞ্জ শহর থেকে ৫ কিলোমিটার দূরে টংগিবাড়ীতে বেতকা - তেঘরিয়া সড়কের  পাশে নির্মানাধীন বিসিক বৈদ্যুতিক পণ্য উৎপাদন ও হালকা প্রকৌশল শিল্প নগরী এলাকা।

টংগিবাড়ী উপজেলার বেতকা ব্রীজ সংলগ্ন বেতকা - তেঘরিয়া সড়কের  পাশে  বিসিক বৈদ্যুতিক পণ্য উৎপাদন ও হালকা প্রকৌশল শিল্প নগরী গড়ার জন্য সরকার ২০২২ সালে ৩৬২ টি প্লটের জন্য ৫০ একর জমি অধিগ্রহন করে । এখানে কোন শিল্প প্রতিষ্ঠান গড়ে না উঠায়  খালি পরে আছে। জন্ম নিয়েছে কাশবন। এ সময় পুরো এলাকায় কাশফুল প্রাকৃতিক শোভা বৃদ্ধি করেছে।আকৃষ্ট করছে প্রকৃতি প্রেমিকদের। 

প্রিয়জনদের নিয়ে খোলা আকাশের নীচে কাশফুলের মাঝে ঘুরে বেড়াতে কার না ভালো লাগে।সেই ভালোবাসার টানে মুন্সীগঞ্জ , টংগিবাড়ী ,কেরানীগঞ্জ এলাকার শত শত প্রকৃতি প্রেমিকরা প্রতিদিন বিকেলে পরিবার পরিজন নিয়ে কেউবা বন্ধু বান্ধব নিয়ে ছুটে আসেন বিসিক শিল্প নগরীতে।কেউ বা আসছেন  স্বস্তির নিঃশ্বাস ফেলতে কেউবা সন্তানদের প্রকৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতে। কাশফুলের সঙ্গে নিজেকে ক্যামেরাবন্দী করতেও বিপুল সংখ্যক মানুষ কাশবনে ছুটে আসছেন। লেখা পড়ার ফাকে ক্লান্তি দূর করতে ছাত্র-ছাত্রীরা অবসর সময় কিছু সময় কাটাতে এখানে আসছে।

টংগিবাড়ী উপজেলার হাসাইল থেকে আসা  চাকুরিজীবী  আলী আশরাফ ১ ছেলে ১ মেয়েকে নিয়ে কাশবনে এলাকায় এসেছেন। তিনি বলেন , মুন্সীগঞ্জে কোথাও শিশুপার্ক এবং বিনোদনের ব্যবস্থা না থাকায় ছেলে মেয়েদের নিয়ে কোথাও যাওয়া যায় না। তাই ছেলে মেয়েদের নিয়ে ঘুরতে এবং প্রকৃতির সঙ্গে পরিচয় করে দেবার জন্য এখানে এসেছি। 

মুন্সীগঞ্জ শহর থেকে আসা মো. মাহবুবুর রহমান বলেন প্রতিদিন শত শত সৌন্দর্য পিপাসু এবং প্রকৃতি প্রেমিকরা এখানে আসেন তাছাড়া অনেক ছাত্র-ছাত্রী এবং মহিলা এখানে বেড়াতে আসেন তাই ভিতরে নিরাপত্তার বিষয়টি প্রশাসন থেকে নেওয়া প্রয়োজন।সন্ধ্যারপর কেউ যাতে ভিতরে থাকতে না পারে তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের টহল দিতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ডে দায়িত্ব পালনকালে ২৫ আনসার সদস্য আহত
ব্রাজিলে সড়ক দুর্ঘটনায় নিহত ১৫
শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় জামায়াতের আমিরের উদ্বেগ
১৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত পাঠাল ইসরাইল
থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী অভিজিৎকে রক্ষণশীল দলের নেতা হিসেবে পুনর্বহাল
বিএমইউতে ‘ইসলামী চিকিৎসা শিক্ষার বিবর্তন ও নৈতিক অনুশীলন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
ফিলিপাইনে ফেংশেন ঝড় আতঙ্কে উপকূল ছাড়ছে বাসিন্দারা
জাতীয় প্রেস ক্লাবের দুই দিনব্যাপী শিশু আনন্দমেলা শেষ
দেশের জনগণকেই আগামী দিনের ভবিষ্যৎ নির্ধারণ করতে হবে : বিচারপতি ড. তারিক
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন নিয়ন্ত্রণে, রাত ৯টা থেকে ফ্লাইট চলাচল শুরু
১০