নারায়ণগঞ্জে নিরাপদ ব্যবসা পরিবেশের দাবি 

বাসস
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ১২:৩১
ব্যবসায়ীদের মতবিনিময় সভা । ছবি: বাসস

নারায়ণগঞ্জ, ২৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : ‘ব্যবসায়ী নেতৃবৃন্দের ভাবনায় আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ : নারায়ণগঞ্জ-৫’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

সম্মিলিত ব্যবসায়ী সমাজের উদ্যোগে শনিবার রাতে নারায়ণগঞ্জ ক্লাবের ক্যাফেটেরিয়ায় এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি মাসুদুজ্জামান মাসুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ হোসিয়ারি এসোসিয়েশনের সভাপতি বদিউজ্জামান বদু।

প্রধান অতিথি মাসুদুজ্জামান মাসুদ বলেন, নারায়ণগঞ্জ কেবল শিল্প ও ব্যবসার শহর নয়, এটি বাংলাদেশের অর্থনীতির হৃদস্পন্দন। এই শহরের ব্যবসায়ীরা শুধু কর্মসংস্থানই সৃষ্টি করেন না, তারা দেশের অগ্রযাত্রায় অন্যতম চালিকাশক্তি। ব্যবসায়ীদের স্বার্থরক্ষা মানেই স্থানীয় অর্থনীতি ও জনগণের কল্যাণ নিশ্চিত করা। যদি আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি, তাহলে আগামী জাতীয় নির্বাচন হবে নারায়ণগঞ্জের পরিবর্তন, ন্যায্যতা ও টেকসই উন্নয়নের নতুন অধ্যায়ের সূচনা।

মতবিনিময় সভায় নারায়ণগঞ্জের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, তরুণ উদ্যোক্তা, সমাজকর্মী এবং ব্যবসায়ীরা তাদের চাহিদা তুলে ধরেন। এ সময় ব্যবসায়ীরা সম্ভাব্য এমপি প্রার্থীর কাছে ভবিষ্যতে নিরাপদ ব্যবসা পরিবেশ সৃষ্টির দাবি জানান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিকেএমইএ পরিচালক জি এম হায়দার বাবুল, বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পরিচালক এম সোলায়মান, বিকেএমইএ’র সাবেক পরিচালক ভবাণী শংকর রায়, ক্লোথ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি প্রবীর সাহা প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নরসিংদীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
ভারত-চীনের মধ্যে সরাসরি ফ্লাইট পুনরায় চালু
প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের যৌথ বাহিনীর চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ
নওগাঁয় কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ
জ্যামাইকা ও হিস্পানিওলার দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মেলিসা 
উদ্ভাবন, উদ্যোক্তা ও নেতৃত্বে এগিয়ে আসতে হবে তরুণদের: শিক্ষা উপদেষ্টা
তুরস্ক থেকে সব বাহিনী উত্তর ইরাকে প্রত্যাহারের ঘোষণা কুর্দি পিকেকে’র
নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
বিস্ফোরক মামলায় মির্জা ফখরুলসহ ১৬৩ জনকে অব্যাহতি
কমলা হ্যারিস ফের হোয়াইট হাউসের দৌড়ে নামতে পারেন
১০