নওগাঁয় কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ

বাসস
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ১৫:২৪
নওগাঁর রানীনগর উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি মৌসুমের কৃষি প্রণোদনার সার বীজ বিতরণ করা হয়। ছবি: বাসস

নওগাঁ, ২৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলার রানীনগর উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি মৌসুমের কৃষি প্রণোদনার সার বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে।

আজ রোববার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে এই উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করেন।

২০২৫-২৬ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচীর আওতায় রবি মৌসুমে গম, সরিষা, বোরো ধান, সূর্যমুখী, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর এবং অড়হড় ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণের উদ্বোধন করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মোসা. মোস্তাকিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সার বীজ বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম, উপ-সরকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নাজমুল হুদা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, আলমগীর হোসেন প্রমুখ।

উপজেলা কৃষি বিভাগ জানায়, উপজেলার ৫০০ জন কৃষককে গম, ৪ হাজার ২০০ জনকে সরিষা, ২০ জনকে সূর্যমুখী, ১০ জনকে চিনাবাদাম, ৩০ জনকে পেঁয়াজ, ৩০ জনকে মুগ ও ২০ জনকে মসুর বীজ ও সার দেওয়া হবে। উদ্বোধনের দিন ১০০ জন কৃষককে প্রণোদনার সার বীজ দেওয়া হয়েছে। আগামী ১০ দিনের মধ্যে বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আফিফের হ্যাটট্রিকে চাপে বরিশাল
হাসানের দুর্দান্ত বোলিংয়ে ৩৩৮ রানে এগিয়ে চট্টগ্রাম
পিরোজপুরে বিএনপি’র সদস্য সংগ্রহ ও নবায়ন বিষয়ে কর্মশালা 
রাঙ্গামাটিতে চোরাই সেগুন কাঠ জব্দ
সাংঘর্ষিক রাজনীতির পুরানো ধারায় ফেরা যাবে না : খসরু
ঢাবি রেঞ্জার ইউনিটের ডে ক্যাম্পে মহাতাবু জলসা
ব্রাহ্মণবাড়িয়ায় ৪০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব
সুনামগঞ্জে যাত্রী ভোগান্তি নিরসনে মানবিক উদ্যোগ
জয়পুরহাটে খুচরা সার বিক্রেতার লাইসেন্স বহালের দাবি
যশোরে দুদকের ১৮৭তম গণশুনানি অনুষ্ঠিত
১০