সুনামগঞ্জে যাত্রী ভোগান্তি নিরসনে মানবিক উদ্যোগ

বাসস
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ১৭:৩৬
ছবি : সংগৃহীত

সুনামগঞ্জ, ২৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলার হাওরাঞ্চল অধ্যুষ্যিত মধ্যনগর উপজেলার জোর খলার খেয়াঘাটে খেয়া পারাপারে চরম ভোগান্তি পোহাতে হতে মানুষকে। অতিরিক্ত সময় আর বেশি ভাড়া দিয়ে খেয়া পারাপারে যাত্রীরা হিমশিম খাচ্ছিলেন। 

আর এই দীর্ঘদিনের যাত্রী ভোগান্তি নিরসনে মানবিক উদ্যোগ নিয়েছেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিনু। তিনি ঘাটটি উন্মুক্ত করে নিজস্ব অর্থায়নে বিনামূল্যে যাত্রী পারাপারের জন্য নৌকা চালু করেছেন। এতে যাত্রীদের মুখে ফিরেছে স্বস্তির হাসি।

স্থানীয় সূত্রে জানা যায়, মধ্যনগর থেকে কলমাকান্দাগামী সড়কের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগস্থল জোর খলার গোদারাঘাট। কয়েক বছর ধরে শুষ্ক মৌসুমে এই ঘাটটি ইজারা দিয়ে আসছিল মধ্যনগর সদর ইউনিয়ন পরিষদ। 

মৌসুমি ইজারাদাররা মোটরসাইকেল পারাপারে সে সময় ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত ভাড়া আদায় করত। এতে প্রতিদিন মোটরসাইকেল, অটোরিকশা, সিএনজি চালক, কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীদের ভোগান্তি পোহাতে হতো। 

এ বিষয়ে ছাত্রদল নেতা মিজানুর রহমান মিনু বলেন, নামে মাত্র রাজস্ব নিয়ে ইউনিয়ন পরিষদ এ ঘাটটি ইজারা দিত, ফলে সাধারণ মানুষসহ দূর-দূরান্তের যাত্রীরা ভোগান্তিতে পড়তেন। যাত্রীদের কষ্ট লাঘবে আমার পরিবারের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। যাত্রী পারাপার আরও সহজ করতে বাঁশ ও কাঠ দিয়ে একটি অস্থায়ী সেতু নির্মাণের কাজও চলছে, যা এক সপ্তাহের মধ্যে শেষ হবে। 

মোটরসাইকেলচালক আশিক বলেন, আগে ঘাট পার হতে ৩০ টাকা দিতে হতো, এখন বিনা খরচে যাওয়া যায়। ছাত্রনেতা মিনুর এই কাজ সত্যিই প্রশংসনীয়। 

গলহা গ্রামের বাসিন্দা ডালিয়া আক্তার বলেন, আগে এই রাস্তা দিয়ে মোটরসাইকেলে যাওয়া-আসায় ৬০ টাকা খরচ হতো। এখন ফ্রি পারাপারের সুযোগে আমাদের অনেক উপকার হয়েছে।

শিক্ষক অনুকূল দেবনাথ জানান, এই ঘাট উন্মুক্ত করে দেওয়ায় শিক্ষার্থীসহ এলাকাবাসীর অনেক উপকার হয়েছে। আগে অনেক শিক্ষার্থী ভাড়ার টাকা না পেয়ে স্কুলে যেতে পারত না। এখন তারা সহজে যাতায়াত করতে পারছে। এই মানবিক উদ্যোগের জন্য আমরা মিনুর প্রতি কৃতজ্ঞ। 

এ বিষয়ে মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় বলেন, জনগণের দুর্ভোগ লাঘবে সামাজিক দায়বদ্ধতা থেকে কেউ যদি এমন উদ্যোগ নেয় তা অবশ্যই প্রশংসনীয়। তবে ঘাট ও সেতু সংক্রান্ত কাজগুলো নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় সম্পন্ন করা প্রয়োজন। প্রশাসন সবসময় জনকল্যাণেই কাজ করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসুর নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ
আইআইইউসি টাওয়ার অর্থ আত্মসাতের অভিযোগে ১৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা
চুয়াডাঙ্গায় দুদকের ১৮৮ তম গণশুনানি আগামীকাল
নীতি-আদর্শ ছাড়া শুধু দল ও নেতা পরিবর্তনে শান্তি আসতে পারে না: ফয়জুল করীম
দিনাজপুরে মাদক সহ আটক ২  
সংবাদপত্র ও বেসরকারি টিভি চ্যানেলের জন্য সরকারি সুবিধা বাড়ানো হবে : তথ্য উপদেষ্টা
যুক্তরাষ্ট্রের সংলাপ ব্যাহত করার ‘প্রচেষ্টা’র নিন্দা রুশ দূতের
টেস্টে নেতৃত্বের প্রস্তাব পেলে ‘না’ করবেন না লিটন
বাংলাদেশে স্বাস্থ্য গবেষণায় অব্যাহত সহায়তার অঙ্গীকার ফ্রান্সের
সামুদ্রিক সম্পদ আহরণে দক্ষ জনবল তৈরিতে কাজ করবে দুই বিশ্ববিদ্যালয় 
১০