
ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৫ (বাসস) : আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায়ে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের স্বস্তি প্রকাশ প্রকাশ করেছে।
আজ সোমবার সংগঠনের মিডিয়া সম্পাদক এহসান আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ স¦স্তি প্রকাশ করা হয়।
বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সদস্যরা বিশ্বাস করে, এই রায় গুম, খুন, হত্যা ও ফ্যাসিবাদের বিরুদ্ধে ন্যায় বিচারের এক উজ্জ্বল নিদর্শন হয়ে থাকবে। বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি অ্যডভোকেট হাসনাত কাইয়ূম বলেন, এই রায় বিচারিক অগ্রগতির একটা নিদর্শন এবং অন্যান্য সকল অপরাধের বিচারও যেন ন্যায়সঙ্গতভাবে ও যথাসম্ভব দ্রুততার সাথে সম্পন্ন করা হয়। বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন মনে করে, ট্রাইবুনালের এই রায় জুলাই যোদ্ধাদের প্রাথমিক বিজয়।