এনসিপি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আদিব, সদস্যসচিব আমির

বাসস
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ০১:৪৫ আপডেট: : ১৮ নভেম্বর ২০২৫, ০১:৪৭
আরিফুল ইসলাম আদিব এবং সরদার আমিরুল ইসলাম। ছবি -সংগৃহীত

ঢাকা, ১৭ নভেম্বর ২০২৫ (বাসস) : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

নবঘোষিত কমিটিতে আরিফুল ইসলাম আদিবকে আহ্বায়ক এবং সরদার আমিরুল ইসলামকে সদস্যসচিব করা হয়েছে। মোস্তাক আহমেদ শিশিরকে সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত করা হয়েছে।

এনসিপির সদস্যসচিব আখতার হোসেন এবং উত্তরাঞ্চলের প্রধান সংগঠক সারজিস আলম স্বাক্ষরিত এই কমিটি আজ প্রকাশিত হয়।

কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন কাজী সাইফুল ইসলাম। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ওমর ফারুক, মো. ওয়াহিদ আলম, তৌহিদ হোসেন, খান্দকার খালেদা আক্তার, মাইনুল ইসলাম, একেএম মাসুদুর রহমান, মুত্তাসিম বিল্লাহ ও আনোয়ার জাহান আকাশ।

সিনিয়র যুগ্ম সদস্যসচিব সাদিয়া ফারজানা দিনার পাশাপাশি যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সোহেল রানা, আবদুল্লাহ আল মনসুর, ইমরান নাঈম, মো. তৌহিদ আহমেদ আশিক, মো. মান্নান তালুকদার, সাব্বির আহমেদ, আবু বকর সিদ্দিক ও মো. ওয়াহেদুজ্জামান সুমন।

সাংগঠনিক উইংয়ে সহকারী সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মো. নূর আমিন খান, শফিকুল ইসলাম রানা খান, অ্যাডভোকেট রফিকুল ইসলাম, শেখ জামাল আবির, মোহাম্মদ মুস্তাকিম, রেহানা আক্তার রুমা, হামিদুর রহমান, তৌফিক আহমেদ, সামিনা নাসরিন স্বপ্নিল, মো. আতাউর রহমান সানি ও শামসুল আলম শামস।

আহ্বায়ক কমিটির সদস্য হলেন-আকরাম হোসেন, আনিসুর রহমান, ওমর ফারুক স্বপন, মো. আবু আদম ভূঁইয়া, মোহাম্মদ হারুন, তানভীর আহমেদ, ইকবাল হাসান, মোহাম্মদ সুমন, মোস্তাজ জুবের মিতলু, মো. সাইফুল ইসলাম, মো. শামীম মিয়া, আফরোজা বুলবুল, মুয়াজ জাহিদুল হক, তাহমিনা আক্তার জুঁথি, অ্যাডভোকেট মশিউর রহমান, শারমিন আক্তার শশী, আনিকা তাহসিন, মো. ইব্রাহিম খলিল, জুম্মারী আখতার শিপা, মো. নয়ন মিয়া, ফেরদৌস আমিনি, রেদোয়ান গাজী, তানভীর আহমেদ ফাহিম, লাপিফা আক্তার, ফয়সাল আহমেদ, অ্যাডভোকেট প্রিয়াঙ্কা আক্তার, মাহবুবুর রহমান রায়হান, আজিমুল রিফাত, অ্যাডভোকেট সোহানা শারমিন, ফাহমিদ হোসেন, আরাফ ইবনে সাইফ, জেরিন আফরিন রিমি, শাহরিয়ার হোসেন হিমু, মফাখরুল আহমেদ, সামিনা আজম সিমা, মিনহাজুর রহমান, রহিমা খাতুন, মোহাম্মদ বাবুল হোসেন ও নাজমুল হাসান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
এনসিপি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আদিব, সদস্যসচিব আমির
অপ ও অসত্য তথ্য প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণে সভা অনুষ্ঠিত
শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায়ে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের স্বস্তি প্রকাশ
শেখ হাসিনার ফাঁসির রায়ে কচুয়ায় আনন্দ মিছিল
ট্রাইব্যুনালের রায়ের প্রতিক্রিয়ায় বিএনপি : ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে
জাতীয় নিরাপত্তার স্বার্থে দণ্ডিত আসামির বক্তব্য প্রচার না করার অনুরোধ জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সির
মোহাম্মদপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ১৫ জন গ্রেফতার
আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৫ নেতাকর্মী গ্রেফতার
জলবায়ুজনিত ক্ষতিপূরণ তহবিল ঝুঁকিপূর্ণ মানুষের কাছে পৌঁছাতে হবে : ফরিদা আখতার
২১ নভেম্বর ঢাকা সেনানিবাসে যান চলাচল সীমিত থাকবে
১০