জয়পুরহাটে খুচরা সার বিক্রেতার লাইসেন্স বহালের দাবি

বাসস
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ১৭:৩০
জয়পুরহাট, ২৬ অক্টোবর খুচরা সার বিক্রেতার লাইসেন্স বহালের দাবি। ছবি : বাসস

জয়পুরহাট, ২৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : জয়পুরহাটে খুচরা পর্যায়ে সার বিক্রেতা আইডি কার্ডধারীদের লাইসেন্স বহাল রাখা এবং টি.ও লাইসেন্সের দাবি জানানো হয়েছে।  

এ দাবিতে আজ রোববার বেলা ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

এ সময় বক্তব্য দেন, জেলা খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল বারী দুদু, সহ সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুল বাশার মণ্ডল।

বক্তারা বলেন, সার বিপণননের বিদ্যমান ২০০৯ সালের নীতিমালা পরিবর্তন করে নতুন নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত নীতিমালায় খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স বাতিলের প্রস্তাব রাখা হয়েছে। এতে সারা দেশে প্রায় ৪৫ হাজার খুচরা সার বিক্রেতা বিপদের মুখে পড়বে। 

অথচ দেশের কৃষি উৎপাদন টেকসই রাখতে খুচরা বিক্রেতারা অপরিহার্য ভূমিকা রাখছে। তাই নতুন সার নীতিমালা প্রণয়নের সময় খুচরা বিক্রেতাদের স্বার্থ রক্ষা করে তাদের বহাল রাখার দাবি জানান তারা।


 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অর্থনৈতিক উন্নয়নের গ্রহণযোগ্য সমাধান ইনক্লুসিভ ডেভেলপমেন্ট: মান্না
জনসংখ্যা গবেষণা ও পরিকল্পনা প্রণয়নে ঢাবি-ইউএনএফপিএ চুক্তি স্বাক্ষরিত
পরিবহন সেক্টর দেশের অর্থনীতিতে বড় অবদান রেখেছে: এ্যাড. শিমুল বিশ্বাস
শাহজালালে অগ্নিকাণ্ড তদন্তে সহায়তায় ঢাকায় তুরস্কের বিশেষজ্ঞ দল
ডলফিন বাঁচলে নদী বাঁচবে, নদী বাঁচলে মানুষও বাঁচবে : পরিবেশ উপদেষ্টা  
গাজাবাসীর জন্য পুনাকের খাদ্য সহায়তা
নেপালের অন্তর্বর্তী সরকারের মন্ত্রিসভায় যুক্ত হলেন দুই তরুণ ব্যক্তিত্ব
জুলাই শহিদ পরিবারের সাথে ঐকমত্য কমিশনের বৈঠক অনুষ্ঠিত
নির্বাচন নিয়ে এখন পর্যন্ত আতঙ্কিত হওয়ার মতো কোনো পরিস্থিতি হয়নি: ইসি সচিব 
পুরনো ঘটনায় নতুন গুজব ছড়ানো হচ্ছে : বাংলাফ্যাক্ট
১০