হাসানের দুর্দান্ত বোলিংয়ে ৩৩৮ রানে এগিয়ে চট্টগ্রাম

বাসস
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ১৭:৫৬ আপডেট: : ২৬ অক্টোবর ২০২৫, ২০:০৯
ছবি : বাসস

ঢাকা, ২৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : বাঁ-হাতি স্পিনার হাসান মুরাদের দুর্দান্ত বোলিংয়ে জাতীয় ক্রিকেট লিগে রাজশাহী বিভাগের বিপক্ষে দ্বিতীয় দিন শেষে ৩৩৮ রানে এগিয়ে রয়েছে চট্টগ্রাম বিভাগ। হাতে রয়েছে ৬ উইকেট।

প্রথম ইনিংসে চট্টগ্রামের ৪০১ রানের জবাবে প্রথম দিন শেষে ২ উইকেটে ১ রান করেছিল রাজশাহী। 

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে দ্বিতীয় দিন চট্টগ্রামের হাসানের দারুণ বোলিংয়ে ১৯৬ রানে অলআউট হয় রাজশাহী। আগের দিন দুই উইকেট শিকার করা হাসান আজ আরও ৪ উইকেট শিকা করেন। ইনিংসে ১৮.৪ ওভার বল করে ৩৯ রানে ৬ উইকেট নেন তিনি। প্রথমে শ্রেনির ক্রিকেটে এই নিয়ে ১৪তমবারের মত ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেট নিলেন হাসান। 

রাজশাহীর হয়ে অধিনায়ক সাব্বির হোসেন ৫৭ ও সাব্বির রহমান রোমান ৫৪ রান করেন। লোয়ার অর্ডারে ৪১ রানের ইনিংস খেলেন তাইজুল ইসলাম। 

প্রথম ইনিংস থেকে পাওয়া ২০৫ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে দিন শেষে ৪ উইকেটে ১৩৩ রান করেছে চট্টগ্রাম। 

৫ চার ও ২ ছক্কায় ৫১ বলে ৫১ রান করে আউট হন প্রথম ইনিংসে ১২৭ রান করা ওপেনার মাহমুদুল হাসান জয়। ইয়াসির আলি ২৬ ও ইরফান শুক্কুর ১৮ রানে অপরাজিত আছেন। প্রথম ইনিংসে ১২৯ রান করেছিলেন ইয়াসির। 

রাজশাহীর হয়ে ৩ উইকেট নেন শফিকুল ইসলাম।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসুর নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ
আইআইইউসি টাওয়ার অর্থ আত্মসাতের অভিযোগে ১৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা
চুয়াডাঙ্গায় দুদকের ১৮৮ তম গণশুনানি আগামীকাল
নীতি-আদর্শ ছাড়া শুধু দল ও নেতা পরিবর্তনে শান্তি আসতে পারে না: ফয়জুল করীম
দিনাজপুরে মাদক সহ আটক ২  
সংবাদপত্র ও বেসরকারি টিভি চ্যানেলের জন্য সরকারি সুবিধা বাড়ানো হবে : তথ্য উপদেষ্টা
যুক্তরাষ্ট্রের সংলাপ ব্যাহত করার ‘প্রচেষ্টা’র নিন্দা রুশ দূতের
টেস্টে নেতৃত্বের প্রস্তাব পেলে ‘না’ করবেন না লিটন
বাংলাদেশে স্বাস্থ্য গবেষণায় অব্যাহত সহায়তার অঙ্গীকার ফ্রান্সের
সামুদ্রিক সম্পদ আহরণে দক্ষ জনবল তৈরিতে কাজ করবে দুই বিশ্ববিদ্যালয় 
১০