বাংলাদেশে স্বাস্থ্য গবেষণায় অব্যাহত সহায়তার অঙ্গীকার ফ্রান্সের

বাসস
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ২০:৩৮
ছবি: ঢাকাস্থ ফ্রান্স দূতাবাস

ঢাকা, ২৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : বাংলাদেশে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর স্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর সরকারি পদক্ষেপ জোরদার করার লক্ষ্যে পরিচালিত গবেষণা কার্যক্রমে সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ফ্রান্স।

ঢাকায় অবস্থিত ফ্রান্স দূতাবাস আজ এক বিবৃতিতে ‘হিটমাইন্ড ফর উইমেন’ উদ্যোগের সফলতার প্রশংসা করে এ অঙ্গীকার ব্যক্ত করেছে। সাজিদা ফাউন্ডেশন, ফরাসি গবেষণা ও উন্নয়ন ইনস্টিটিউট (আইআরডি) এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়—‘টিম ফ্রান্স ফান্ড’ (এফইএফ)- এর অধীনে এ প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করেছে।

এক বছর মেয়াদি এ পাইলট প্রকল্পটি সাতক্ষীরা ও গাজীপুরের ঝুঁকিপূর্ণ নারী জনগোষ্ঠীর মানসিক স্বাস্থ্যের ওপর চরম তাপমাত্রার প্রভাব নিয়ে গবেষণা চালায়। প্রকল্পটি ভবিষ্যৎ জনস্বাস্থ্য হস্তক্ষেপের জন্য মূল্যবান অন্তর্দৃষ্টি প্রদান করেছে।

আজ ফরাসি দূতাবাসের উপমিশনপ্রধান ফ্রেডেরিক ইনজা ও সাংস্কৃতিক অ্যাটাশে ব্যাপ্টিস্ট লেব্রেুএর নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রকল্পের ফলাফলুসংক্রান্ত এক ব্রিফিংয়ে অংশ নেয়। সেখানে জলবায়ুজনিত তাপচাপের মানসিক স্বাস্থ্যপ্রভাব বুঝতে ও প্রশমনে অগ্রগতিমূলক ফলাফল তুলে ধরা হয়।

ফরাসি দূতাবাস জানায়, প্রমাণুনির্ভর নীতি প্রণয়ন ও কার্যকর জনস্বাস্থ্য পদক্ষেপে সহায়ক গবেষণায় ফ্রান্স সহায়তা অব্যাহত রাখবে—বিশেষত প্রান্তিক জনগোষ্ঠীর চাহিদা মোকাবিলায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতার মৃত্যু
দুর্নীতি, অনিয়ম ও হয়রানির অভিযোগে দুই জেলায় দুদকের অভিযান
রাজবাড়ি ও উপাধি নিয়ে চাপের মুখে ব্রিটেনের প্রিন্স অ্যান্ড্রু
নির্বাচনের প্রস্তুতি: সরকারের বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির মতবিনিময় বৃহস্পতিবার
চট্টগ্রামে পুলিশ হেফাজত থেকে পালানো আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব
চীনের বিরল খনিজ রপ্তানি নিয়ে চুক্তির ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী
জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন ছাড়া আমাদের কোনো উপায় নেই : আখতার হোসেন
ডিএসইতে লেনদেন কমেছে, সূচকে মিশ্র প্রবণতা
দারফুরের আল-ফাশের শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নিল সুদানের আরএসএফ
সাতকানিয়ায় পাহাড় কাটায় ইটভাটা মালিককে দুই লাখ টাকা জরিমানা
১০