কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক শামিম 

বাসস
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ১৪:১২
কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন এর ত্রি-বার্ষিক নির্বাচনে আব্দুর রাজ্জাক সভাপতি এবং শামিমুল হাসান অপু সাধারণ সম্পাদক নির্বাচিত। ছবি: বাসস

কুষ্টিয়া, ২৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন এর ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 

অনুষ্ঠিত নির্বাচনে আব্দুর রাজ্জাক সভাপতি এবং শামিমুল হাসান অপু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।

জানা গেছে, গত ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত ইউনিয়নের সাধারণ সভায় ১লা নভেম্বর ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়। এরই ধারাবাহিকতায় ৩০ সেপ্টেম্বর নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। মনোনয়নপত্র ক্রয়ের সময়সীমা নির্ধারণ করা হয় ১৪ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত এবং প্রত্যাহারের শেষ দিন ছিল ২৩ অক্টোবর। প্রতীক বরাদ্দের দিন নির্ধারিত ছিল ২৫ অক্টোবর। ৯টি পদের বিপরীতে মোট ১২টি মনোনয়নপত্র বিক্রি হয়। এর মধ্যে ২ জন মনোনয়নপত্র জমা না দেয়া এবং ২ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেন। 

ফলে কোন পদে একাধিক প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় আব্দুর রাজ্জাক সভাপতি, মজিবুল শেখ সহ-সভাপতি, সাধারণ সম্পাদক এ্যাড. শামিম উল হাসান অপু, যুগ্ম সাধারণ সম্পাদক এম. এ. জিহাদ, এনামুল হক কোষাধ্যক্ষ, এস. এম. মাহফুজ উর রহমান দপ্তর সম্পাদক, শাহারিয়া ইমন রুবেল প্রচার সম্পাদক ও তুহিন আহমেদ, কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়। তবে সাংগঠনিক সম্পাদক পদে কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা না দেওয়ায় ওই পদটি শূন্য রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৫ নেতাকর্মী গ্রেফতার
জলবায়ুজনিত ক্ষতিপূরণ তহবিল ঝুঁকিপূর্ণ মানুষের কাছে পৌঁছাতে হবে : ফরিদা আখতার
২১ নভেম্বর ঢাকা সেনানিবাসে যান চলাচল সীমিত থাকবে
বরগুনার সাবেক এমপি মতিয়ার রহমান আর নেই
রাজধানীর নিকুঞ্জে ডিএনসিসির উচ্ছেদ অভিযান
এক মাসের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায় কার্যকরের দাবি নাহিদের
শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে স্বাগত জানালেন শহীদ ওয়াসিমের বাবা ও শান্তর মা
হাসিনার বিরুদ্ধে রায় প্রমাণ করে, কেউ আইনের ঊর্ধ্বে নয়: প্রধান উপদেষ্টা
মালদ্বীপের শিক্ষার্থীদের জন্য বাংলাদেশের মেডিকেল শিক্ষায় বিশেষ কোটা
খুনি হাসিনার বিরুদ্ধে দেয়া রায় কার্যকর না হওয়া পর্যন্ত চূড়ান্ত বিজয় হবে না: গণঅধিকার পরিষদ
১০