
ঢাকা, ২৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চিটাগাং ট্রাস্ট পরিচালিত আইআইইউসি টাওয়ার থেকে অর্থ আত্মসাৎ করার অভিযোগে সাবেক এমপি ও উপাচার্যসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ রোববার প্রধান কার্যালয়ে এক নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান দুদকের জনসংযোগ বিভাগের উপ পরিচালক মো. আকতারুল ইসলাম।
দুদক জানায়, অভিযুক্তরা আইআইইউসি টাওয়ার থেকে বিশ্ববিদ্যালয় আইন, ট্রাস্ট আইন ও বিধি বহির্ভূতভাবে পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে ২০২১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত সর্বমোট ১২ কোটি ৭৯ লাখ টাকা আত্মসাৎ করে দণ্ডবিধির ৪০৯/১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫ (২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
অভিযুক্তরা হলেন—চট্টগ্রাম ১৫ আসনের সাবেক সংসদ সদস্য ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ও আইআইইউসি টাওয়ার ম্যানেজমেন্ট কমিটির সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী, আইআইইউসি’র সাবেক উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ, টাওয়ার ম্যানেজমেন্ট কমিটির সাবেক কো-অর্ডিনেটর প্রফেসর ড. কাজী দ্বীন মোহাম্মদ, আইআইইউসি’র ফাইন্যান্স কমিটির সাবেক চেয়ারম্যান ড. ইঞ্জিনিয়ার রশিদ আহমেদ চৌধুরীসহ অন্যান্যরা।