
ঢাকা, ২৬ অক্টোবর, ২০২৫ (বাসস): যাত্রীদের ভোগান্তির কথা বিবেচনা করে মেট্রোরেল কর্তৃপক্ষ প্রায় সাত ঘণ্টা স্থগিত রাখার পর আজ রোববার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে মতিঝিল-শাহবাগ সেকশনে ট্রেন চলাচল পুনরায় চালু করেছে।
ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর এব কর্মকর্তা জানিয়েছেন, ‘আমরা মতিঝিল-শাহবাগ সেকশনে মেট্রোরেলের আংশিক সেবা সন্ধ্যা ৭টা ১৫ মিনিট থেকে পুনরায় চালু করেছি।’
দুর্ঘটনার কয়েক ঘণ্টা পর উত্তরা-আগারগাঁও সেকশনের সেবাও পুনরায় শুরু হয়েছে বলেও নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
মেট্রো কর্তৃপক্ষের এক কর্মকর্তা জানান, ফার্মগেট এলাকার মেট্রোরেলের বিয়ারিং প্যাড পুনঃস্থাপন কাজ এখনও বিশেষজ্ঞদের দ্বারা সম্পন্ন হচ্ছে।
মেট্রোরেল কর্তৃপক্ষের বরাত দিয়ে বলা হয়েছে, দুর্ঘটনাটি দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে ঘটে, যখন ট্রেন চলাচলের সময় কম্পন রোধে ব্যবহৃত একটি বিয়ারিং প্যাড খুলে ফার্মগেট স্টেশনে এক পথচারীর ওপর পড়ে এবং ঘটনাস্থলেই ওই পথচারীর মৃত্যু হয়।