চট্টগ্রামে পুলিশ হেফাজত থেকে পালানো আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব

বাসস
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ২১:৪৩
ছবি : বাসস

চট্টগ্রাম, ২৬ অক্টোবর ২০২৫ (বাসস) : চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার পাঠানটুলি গায়েবি মসজিদ এলাকায় পুলিশের হেফাজত থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আসামি মো. মাহবুব আলমকে (৪৩) নগরের চান্দগাঁও থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

আজ রোববার ভোররাতে চান্দগাঁও থানার ফয়জুল্লা বলির বাড়ি এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় ডবলমুরিং এলাকার বাসিন্দা মো. মাহবুব আলমকে।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফফর হোসেন জানান, পুলিশ হেফাজত থেকে হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া পলাতক আসামি মোহাম্মদ মাহবুব আলম নগরের চান্দগাঁও থানা এলাকায় অবস্থান করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে আজ রোববার ভোর পৌনে পাঁচটার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে, সিডিএমএস পর্যালোচনা করে মো. মাহবুব আলমের বিরুদ্ধে চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম মহানগরের বিভিন্ন থানায় নাশকতা এবং মাদকের ৬টি মামলার তথ্য পাওয়া যায়। 

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ডবলমুরিং থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই র‌্যাব কর্মকর্তা। 

প্রসঙ্গত, গত ২২ সেপ্টেম্বর দুপুরে নগরের পাঠানটুলি গায়েবি মসজিদের সামনে থেকে মাহাবুবকে হাতকড়া পড়িয়ে পুলিশের গাড়িতে ওঠানো হয়। এক পর্যায়ে উপস্থিত কয়েকজনের সাথে পুলিশের তর্কাতর্কি শুরু হয়। এ সুযোগে লুঙ্গি পরিহিত মাহবুব লুঙ্গি ফেলে হাতকড়াসহ গাড়ি থেকে পালিয়ে যায়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিএমপি হেডকোয়ার্টার্সে ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রকল্পের সমন্বয় সভা অনুষ্ঠিত
সাবেক সিপিএ চেয়ারম্যান কেরানীগঞ্জ কারাগারে বন্দি আছেন
বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-ভারত ম্যাচ
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতার মৃত্যু
দুর্নীতি, অনিয়ম ও হয়রানির অভিযোগে দুই জেলায় দুদকের অভিযান
রাজবাড়ি ও উপাধি নিয়ে চাপের মুখে ব্রিটেনের প্রিন্স অ্যান্ড্রু
নির্বাচনের প্রস্তুতি: সরকারের বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির মতবিনিময় বৃহস্পতিবার
চট্টগ্রামে পুলিশ হেফাজত থেকে পালানো আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব
চীনের বিরল খনিজ রপ্তানি নিয়ে চুক্তির ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী
জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন ছাড়া আমাদের কোনো উপায় নেই : আখতার হোসেন
১০