দুর্নীতি, অনিয়ম ও হয়রানির অভিযোগে দুই জেলায় দুদকের অভিযান

বাসস
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ২২:৪৬

ঢাকা, ২৬ অক্টোবর, ২০২৫ (বাসস): দুর্নীতি, অনিয়ম ও হয়রানির অভিযোগে দুই জেলায় এনফোর্সমেন্ট অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন(দুদক)। দুদকের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

দুদক জানায়, খুলনা-সাতক্ষীরা মহাসড়কের সংযোগ সড়কের সংস্কারকাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, খুলনা থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। অভিযানকালে কমিশনের টিমের সঙ্গে নিরপেক্ষ প্রকৌশলীবৃন্দ উপস্থিত থেকে অভিযোগ সংশ্লিষ্ট সড়কসমূহ সরেজমিন পরিদর্শন করেন। পরিদর্শনকালে সড়কের বিভিন্ন অংশে কার্পেটিং উঠে যাওয়ার সত্যতা পাওয়া যায়। অভিযানকালে নিরপেক্ষ প্রকৌশলীর উপস্থিতিতে টিম সড়কের বিভিন্ন অংশের পরিমাপ গ্রহণ এবং নির্মাণসামগ্রীর গুণগত মান পরীক্ষার লক্ষ্যে বিভিন্ন স্থান থেকে নমুনা সংগ্রহ করে। নিরপেক্ষ প্রকৌশলীর পরিমাপ প্রতিবেদন, পরীক্ষাগারে প্রেরিত নমুনার ফলাফল ও সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনা শেষে টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।

এছাড়া, ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স -এ নানা অনিয়ম ও চিকিৎসা সেবা প্রদানে হয়রানির অভিযোগে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঠাকুরগাঁও থেকে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। অভিযানকালে এনফোর্সমেন্ট টিম উক্ত স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন অনিয়ম দেখতে পায়। দেখা যায়, হাসপাতালে রোগীদের জন্য খাবার নিম্নমানের উপকরণ দিয়ে প্রস্তুত করা হচ্ছে। পর্যাপ্ত ওষুধ মজুত থাকা সত্ত্বেও অনেক ক্ষেত্রে তা সরবরাহ না করে রোগীদের নিজ উদ্যোগে ওষুধ কিনে আনতে বলা হয় মর্মে টিম তথ্য-প্রমাণ পায়। হাসপাতালের টয়লেটসমূহ যথাযথভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হয় না। এছাড়াও হাসপাতালের বেশ কয়েকজন স্টাফ হাসপাতাল সংলগ্ন বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের সঙ্গে সম্পৃক্ত থেকে, হাসপাতালের অভ্যন্তরে পরীক্ষা-নিরীক্ষার সুযোগ থাকা সত্ত্বেও রোগীদের বাইরে থেকে পরীক্ষা করাতে উৎসাহিত করে— এমন অভিযোগের সত্যতা দুদক টিমের নিকট প্রতীয়মান হয়।

অভিযানকালে প্রাপ্ত তথ্য ও প্রাসঙ্গিক নথিপত্র পর্যালোচনা করে টিম কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিএমপি হেডকোয়ার্টার্সে ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রকল্পের সমন্বয় সভা অনুষ্ঠিত
সাবেক সিপিএ চেয়ারম্যান কেরানীগঞ্জ কারাগারে বন্দি আছেন
বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-ভারত ম্যাচ
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতার মৃত্যু
দুর্নীতি, অনিয়ম ও হয়রানির অভিযোগে দুই জেলায় দুদকের অভিযান
রাজবাড়ি ও উপাধি নিয়ে চাপের মুখে ব্রিটেনের প্রিন্স অ্যান্ড্রু
নির্বাচনের প্রস্তুতি: সরকারের বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির মতবিনিময় বৃহস্পতিবার
চট্টগ্রামে পুলিশ হেফাজত থেকে পালানো আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব
চীনের বিরল খনিজ রপ্তানি নিয়ে চুক্তির ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী
জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন ছাড়া আমাদের কোনো উপায় নেই : আখতার হোসেন
১০