তারেক রহমান প্রণীত ৩১ দফার আলোকেই দেশকে পুনর্গঠন করতে হবে: ইকরামুল বারী টিপু 

বাসস
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ১৯:৩১ আপডেট: : ২৬ অক্টোবর ২০২৫, ২০:০৭
ছবি : বিএনপি মিডিয়া সেল

ঢাকা, ২৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : নওগাঁ-৪ (মান্দা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. ইকরামুল বারী টিপু বলেছেন, দেশকে মেরামত করতে হলে তারেক রহমান প্রণীত ৩১ দফার আলোকেই পুনর্গঠন করতে হবে। তাই আগামী দিনে বিএনপিকে সরকার গঠনের সুযোগ দিতে হবে।

তিনি আরো বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ সরকার দেশকে অর্থনৈতিকভাবে ধ্বংস করে গেছে। 

নওগাঁর মান্দা উপজেলার বাঙ্গালপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে শনিবার বিএনপি ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ব্যাপারে সর্বসাধারণের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. টিপু এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের মান্দা উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ডা. মোয়াজ্জেম হোসেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিএনপি মিডিয়া সেল-এর ভেরিফায়েড পেজে বিষয়টি জানানো হয়েছে।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান মোল্লা, নুর বকস মন্ডল, ডা. রইস উদ্দিন, আব্দুল কাদের, নাজিম উদ্দিন, অ্যাডভোকেট রফিকুল ইসলাম, যুবদলের যুগ্ম আহ্বায়ক ওবায়দুল হক, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমদাদুল হক আলী প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজবাড়ি ও উপাধি নিয়ে চাপের মুখে ব্রিটেনের প্রিন্স অ্যান্ড্রু
নির্বাচনের প্রস্তুতি: সরকারের বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির মতবিনিময় বৃহস্পতিবার
চট্টগ্রামে পুলিশ হেফাজত থেকে পালানো আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব
চীনের বিরল খনিজ রপ্তানি নিয়ে চুক্তির ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী
জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন ছাড়া আমাদের কোনো উপায় নেই : আখতার হোসেন
ডিএসইতে লেনদেন কমেছে, সূচকে মিশ্র প্রবণতা
দারফুরের আল-ফাশের শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নিল সুদানের আরএসএফ
সাতকানিয়ায় পাহাড় কাটায় ইটভাটা মালিককে দুই লাখ টাকা জরিমানা
কমনওয়েলথ বাংলাদেশে নির্বাচনের পরিবেশ ও প্রস্তুতি মূল্যায়ন করতে এসেছে : লিনফোর্ড অ্যান্ড্রুজ
জলবায়ু ঝুঁকি মোকাবেলায় শক্তিশালী অভিযোজন প্রচেষ্টার আহ্বান বিমসটেকের
১০