চীনের সাথে সয়াবিনের চুক্তির ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

বাসস
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ২১:৪৩ আপডেট: : ২৭ অক্টোবর ২০২৫, ১৬:৪৩

ঢাকা, ২৭ অক্টোবর, ২০২৫ (বাসস) : প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সি চিনপিংয়ের মধ্যে শীর্ষ সম্মেলনের মাত্র কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট রোববার

চীনের সাথে শুল্ক-প্রবণ বাণিজ্য যুদ্ধের তীব্রতা বৃদ্ধি এড়াতে একটি চুক্তির ইঙ্গিত দিয়েছেন। 

ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানায়।

এবিসি’র ‘দিস উইক’-এর সাথে এক সাক্ষাৎকারে বেসেন্ট বলেছেন, বেইজিং তার বিশ্বব্যাপী বিরল মৃত্তিকা রপ্তানির ওপর নিষেধাজ্ঞা স্থগিত করার বিনিময়ে চীনা পণ্যের ওপর শতভাগ শুল্ক বৃদ্ধির যুক্তরাষ্ট্রের হুমকি কার্যকরভাবে প্রত্যাহার করা হয়েছে।

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে চীনের ভাইস প্রিমিয়ার হে লাইফেং-এর সাথে আলোচনা শেষ করার পর বেসেন্ট বলেছেন, ‘শুল্ক প্রত্যাহার হবে।’

বেসেন্ট বলেছেন, ‘রপ্তানি নিয়ন্ত্রণের বিষয়ে চীন ‘এটি পুনর্বিবেচনা করার আগে এক বছরের চুক্তি সই বিলম্ব করবে’।

কুয়ালালামপুরে ট্রাম্পের এশিয়া সফর শুরু হওয়ার পর অর্থ মন্ত্রীর এই মন্তব্য এলো, যা দক্ষিণ কোরিয়ায় সি’র সাথে বৈঠকের মাধ্যমে শেষ হবে।

বেসেন্ট বলেছেন, তিনি আশা করেছেন, দুই নেতা তাদের শীর্ষ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে চুক্তিটি ঘোষণা করবেন।

অর্থ মন্ত্রী বলেছেন, বেইজিং মার্কিন কৃষকদের কাছ থেকে ‘উল্লেখযোগ্য’ ক্রয়ের বিষয়েও একমত হয়েছে, যারা ট্রাম্পের অভ্যন্তরীণ রাজনৈতিক সমর্থনের একটি মূল উৎস এবং দুই দেশের মধ্যে শুল্ক বিরোধের কারণে ব্যাপকভাবে প্রভাবিত হয়েছে।

এক সময় মার্কিন সয়াবিন রপ্তানির বৃহত্তম ক্রেতা চীন, বাণিজ্য বিরোধ তীব্র আকার ধারণ করার সাথে সাথে সমস্ত অর্ডার বন্ধ করে দিয়েছে।

বেসেন্ট বলেছেন, ‘আমি বিশ্বাস করি, যখন চীনের সাথে চুক্তির ঘোষণা জনসমক্ষে প্রকাশিত হবে, তখন আমাদের সয়াবিন কৃষকরা খুব ভালো বোধ করবেন’।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
১০