
ঢাকা, ২৬ অক্টোবর, ২০২৫ (বাসস): ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) উদ্যোগে ‘ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্ট (ডিআরএসপি)’ এর সপ্তম যৌথ সমন্বয় কমিটির (জেসিসি) সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও প্রজেক্ট ডিরেক্টর ড. মো. জিললুর রহমান।
ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ার। তিনি ট্রাফিক সেফটি প্রজেক্টের মাধ্যমে সরকারের পাশাপাশি ডিএমপির উপকৃত হওয়া এবং দুর্ঘটনা হ্রাসে প্রকল্পের ভূমিকা তুলে ধরেন।
প্রজেক্ট ডিরেক্টর ড. জিললুর রহমান তার স্বাগত বক্তব্যে বলেন, ‘ট্রাফিক জ্যামের সমস্যা একদিনে সমাধান করা সম্ভব নয়। এজন্য জনগণ ও ট্রাফিক পুলিশের সমন্বিত সচেতনতা অপরিহার্য। মানুষের সহযোগিতায় প্রকল্পের কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন সম্ভব হবে।’
জাইকার প্রতিনিধি ও ডিআরএসপির প্রজেক্ট ফর্মুলেশন এডভাইজার শোকো সাকোমা সভায় প্রকল্পের অগ্রগতি এবং আন্তর্জাতিক সহায়তার দিক তুলে ধরেন।
সভায় আলোচিত কার্যক্রমের মধ্যে উল্লেখযোগ্য- প্র্যক্টিক্যাল পার্টিসিপেশন এডুকেশন প্রোগ্রাম (পিপিইপি) এর অধীনে চারটি প্রশিক্ষকের প্রশিক্ষণ কোর্সে ডিএমপির ৬০ কর্মকর্তাকে প্রশিক্ষণ প্রদান, আটটি ট্রাফিক বিভাগের আওতাধীন ৪১টি স্কুলে পিপিইপি বাস্তবায়ন, ডিএমপি সড়ক নিরাপত্তা পোস্টার ও স্লোগান প্রতিযোগিতা সম্পন্ন, ‘ডাটাবেস অ্যান্ড অ্যানালাইসিস অফ রোড ক্র্যাশ (ডিএআরসি)’ অ্যাপ চালু করে দুর্ঘটনা প্রতিবেদন সংগ্রহ এবং বিশ্লেষণ, ‘রেসপন্ডিং অফিসার অবজারভেশন ফর্ম (আরওওএফ)’ এর মাধ্যমে তথ্য সংগ্রহ, মিরপুরে পথচারীদের নিরাপদ পারাপারের পাইলট প্রকল্প সম্পন্ন, ট্রাফিক সেফটি এডুকেশন সেন্টার (টিএসইসি) প্রতিষ্ঠা, যেখানে শিক্ষার্থী ও জনসাধারণকে প্রশিক্ষণ ও সিমুলেশনের মাধ্যমে ট্রাফিক নিরাপত্তা বিষয়ে সচেতন বৃদ্ধি, জাপান ও ভারতের হায়দ্রাবাদে ডিএমপির কর্মকর্তাদের একাধিক প্রশিক্ষণ সেশন এবং ঢাকার সড়ক নিরাপত্তা প্রচারের জন্য সাংবাদিকদের জন্য মিডিয়া ফেলোশিপ প্রোগ্রাম।
সভায় উপস্থিত ছিলেন ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা, জাইকার এক্সপার্ট টিম, বিআরটিএ, ডিটিসিএ, ডিএসসিসি এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিনিধি। সমন্বয় কমিটির সদস্যরা ডিআরএসপির বিভিন্ন বিষয় নিয়ে মতামত বিনিময় করেন।
প্রসঙ্গত, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক বাস্তবায়িত ‘ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্ট’ ২০২২ সালের মার্চ থেকে শুরু হয়। এটি জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এর সহায়তায় ঢাকা মহানগরীতে কার্যকর হচ্ছে। প্রকল্পের আউটপুট সঠিকভাবে বাস্তবায়নের জন্য ডিএমপি, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি), ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি), ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ), বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) এর প্রতিনিধিদের সমন্বয়ে যৌথ সমন্বয় কমিটি (জেসিসি) গঠন করা হয়েছে। এর আগে ছয়টি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।