
ঢাকা, ২৬ অক্টোবর ২০২৫ (বাসস): ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, নীতি-আদর্শ ছাড়া শুধু দল ও নেতা পরিবর্তনের মাধ্যমে শান্তি আসতে পারে না।
তিনি বলেন, ‘এদেশ স্বাধীন হওয়ার পর থেকে কয়েকবার নেতার পরিবর্তন হয়েছে। অথচ দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে হলে ইসলামকে ক্ষমতায় নিতে হবে।’
আজ রোববার বরিশাল বাকেরগঞ্জ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত এক গণ-সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গণ-সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাকেরগঞ্জ উপজেলার সভাপতি মাওলানা মো. নাছির উদ্দীন রোকন ডাকুয়া। উপজেলা সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান জাহাঙ্গীরের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মো আব্দুর রাজ্জাক, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা নুরুল ইসলাম আল আমিন চৌধুরী, ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা ডা.সিরাজুল ইসলাম সিরাজী, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মুহাম্মাদ মাহবুব আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার সিনিয়র সহ-সভাপতি উপাধাক্ষ মাওলানা জামিলুর রহমান প্রমুখ।