আমি চাই দল চ্যালেঞ্জের মুখে পড়ুক : লিটন

বাসস
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ২০:১৩

ঢাকা, ২৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : আগামী বছর অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে দল কঠিন পরীক্ষা ও চ্যালেঞ্জের মুখে পড়ুক, এমনটাই চান বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।

আজ চট্টগ্রামে ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে সাংবাদিকদের লিটন জানান, বিশ্বকাপের প্রস্তুতির জন্য ওয়েস্ট ইন্ডিজ ও আগামী মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে দু’টি সিরিজ মিলিয়ে মোট ছয় ম্যাচকে গুরুত্বসহকারে দেখছে দল।

লিটন বলেন, ‘সত্যি বলতে, আমি চাই আমাদের খেলোয়াড়রা দুই সিরিজে অনেক বেশি চ্যালেঞ্জের মুখে পড়ুক। ওয়েস্ট ইন্ডিজের সাথে তিন ম্যাচ খেলার পর আমরা আয়ারল্যান্ডের বিপক্ষে আরও তিনটি ম্যাচ খেলব। বিশ্বকাপের আগে আমরা মোট ছয় ম্যাচ খেলার সুযোগ পাব। আমি চাই দল যেন প্রতি ম্যাচে কঠিন পরীক্ষার মুখে পড়ে এবং চাপের মুখে ঘুরে দাঁড়াতে পারে। তাহলেই আমাদের প্রস্তুতি দুর্দান্ত হবে।’

লিটন আরও জানান, চ্যালেঞ্জ এবং চাপের মুখোমুখি হলে টি-টোয়েন্টিতে প্রস্তুতির মূল্যায়ন ভালভাবে করা যাবে। যা ভারত ও শ্রীলংকায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে ভাল প্রস্তুতিতে সহায়তা করবে।

তিনি বলেন, ‘আমি ম্যাচের মধ্যে চ্যালেঞ্জগুলির কথা বলছি। আমি চাই বোলাররা চাপের মধ্যে ভাল পারফর্ম করুক এবং ব্যাটাররাও যে কোনও পরিস্থিতিতে জ্বলে উঠুক।’ 

আগামীকাল থেকে চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে বাংলাদেশ। এরপর নভেম্বরে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে আরও তিনটি টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। বিশ্বকাপের আগে এই দু’টি দ্বিপাক্ষিক সিরিজ নির্ধারিত আছে বাংলাদেশের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতার মৃত্যু
দুর্নীতি, অনিয়ম ও হয়রানির অভিযোগে দুই জেলায় দুদকের অভিযান
রাজবাড়ি ও উপাধি নিয়ে চাপের মুখে ব্রিটেনের প্রিন্স অ্যান্ড্রু
নির্বাচনের প্রস্তুতি: সরকারের বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির মতবিনিময় বৃহস্পতিবার
চট্টগ্রামে পুলিশ হেফাজত থেকে পালানো আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব
চীনের বিরল খনিজ রপ্তানি নিয়ে চুক্তির ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী
জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন ছাড়া আমাদের কোনো উপায় নেই : আখতার হোসেন
ডিএসইতে লেনদেন কমেছে, সূচকে মিশ্র প্রবণতা
দারফুরের আল-ফাশের শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নিল সুদানের আরএসএফ
সাতকানিয়ায় পাহাড় কাটায় ইটভাটা মালিককে দুই লাখ টাকা জরিমানা
১০