
রাঙ্গামাটি, ২৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলার বাঘাইছড়িতে চোরাই সেগুন কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ রোববার দুপুরে উপজেলাধীন ২৭ বিজিবি মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে এসব কাঠ জব্দ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি মারিশ্যা ব্যাটালিয়নের একটি টিম এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে কাঠ ফেলে চোরাকারবারিরা পালিয়ে যায়।
পরে সর্বমোট ৩৩.৯৫ ঘনফুট কাঠ জব্দ করা হয়। জব্দকৃত কাঠের আনুমানিক মূল্য আটষট্টি হাজার টাকা।
তথ্য নিশ্চিত করে মারিশ্যা জোন ২৭ বিজিবির জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবি আজ অভিযান চালিয়ে অবৈধ সেগুন কাঠ জব্দ করেছে।
চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।