টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে কিছু ক্ষেত্রে অগ্রগতি উৎসাহব্যঞ্জক: স্বাস্থ্য উপদেষ্টা

বাসস
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ১৬:১৫ আপডেট: : ২৬ অক্টোবর ২০২৫, ১৬:৩৪
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। ছবি : বাসস

ঢাকা, ২৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা  নূরজাহান বেগম বলেছেন, ২০৩০ মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে কিছু ক্ষেত্রে অগ্রগতি উৎসাহব্যঞ্জক, আর কিছু ক্ষেত্রে স্থিত পর্যায়ে রয়েছে। 

তিনি বলেন, সকলকে সাথে নিয়ে সমন্বিতভাবে এগিয়ে যাওয়ার মধ্য দিয়ে স্বাস্থ্যখাতে বিদ্যমান সমস্যার জটিলতা কাটিয়ে ওঠা সম্ভব।

আজ ঢাকায় সিরডাপ মিলনায়তনে ‘ফ্রম এভিডেন্স টু ওয়ে ফরওয়ার্ড : মিড টার্ম রিফ্লেকশনস অন হেলথ এসডিজি প্রগ্রেস ইন বাংলাদেশ’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

উপদেষ্টা বলেন, মানুষের সুচিকিৎসা, সেবা প্রদান এবং স্বাস্থ্যসেবা নিশ্চিতে ইতোমধ্যে সাড়ে সাত হাজার ডাক্তারকে বিভিন্ন পদে পদোন্নতি, সাড়ে তিন হাজার ডাক্তার নিয়োগ সম্পন্ন হওয়ার পথে এবং ইতোমধ্যে সাড়ে তিন হাজার নার্স নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া স্বাস্থ্য কর্মী ও প্রয়োজনীয় লোকবল  নিয়োগে কাজ করা হচ্ছে।

মা ও শিশু মৃত্যুহার আরও কমিয়ে আনতে অসংক্রামক রোগে মৃত্যুহার হ্রাস করতে এর কারণসমূহ উদঘাটন ও নিরাময়ে সমন্বিতভাবে কাজ করতে হবে।

এসময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা অধিদপ্তর, বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তর ও প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মিরসরাইয়ে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে মা-ছেলের মৃত্যু
খুলনায় কোভিড রেসপন্স অ্যান্ড রিকভারি প্রকল্পের কর্মশালা
শেরপুর সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যই হবে আমাদের একমাত্র শক্তি: সালাহউদ্দিন আহমেদ
আফগানিস্তান ও শ্রীলঙ্কার দ্বিতীয় জয়, মালদ্বীপের টানা চতুর্থ হার
কম্বোডিয়া-থাইল্যান্ড যুদ্ধবিরতি চুক্তিতে সহ-স্বাক্ষর করলেন প্রেসিডেন্ট ট্রাম্প
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ
ইসলামি পুঁজিবাজার শক্তিশালী করতে বিএসইসি’র ৯ সদস্যের শরিয়াহ উপদেষ্টা কাউন্সিল গঠন
শাবিপ্রবি ছাত্রদলের স্বেচ্ছা রক্তদান কর্মসূচি
পটুয়াখালীর সোহাগের তরমুজ চাষে ভাগ্য বদল 
১০