
ঝালকাঠি, ২৯ অক্টোবর, ২০২৫ (বাসস) : ঝালকাঠিতে তিন দিনব্যাপী ‘গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগণের দায়িত্ব ও কর্তব্য’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়।
জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) উদ্যোগে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আয়োজিত কোর্সের উদ্বোধন করেন জেলা প্রশাসক আশরাফুর রহমান।
সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক কাওছার হোসেন।
প্রশিক্ষণ কোর্সে ঝালকাঠি জেলার ৪ উপজেলার ৩২টি ইউনিয়নের একজন করে দফাদার/মহল্লাদার অংশগ্রহণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা যেকোনো পরিস্থিতিতে গ্রাম পুলিশদের অগ্রগামী ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করার ব্যাপারে দিকনির্দেশনা প্রদান করেন। প্রশিক্ষণ কোর্সটি ৩০ অক্টোবর পর্যন্ত চলবে।