
চট্টগ্রাম, ২৯ অক্টোবর, ২০২৫ (বাসস) : নগরের ডবলমুরিং থানা এলাকায় অভিযান চালিয়ে গুলিসহ নুরুল মোস্তফা টিপু (৫০) নামে এক যুবলীগ কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার রাতে সরকারি কমার্স কলেজ এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
আজ (বুধবার) ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে দায়ের হওয়া একাধিক মামলার আসামি সে।
ওসি আরও বলেন, টিপু দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। মঙ্গলবার রাতে কমার্স কলেজ সংলগ্ন একটি ভবনে তার অবস্থানের তথ্য পেয়ে অভিযান চালানো হয়। সেসময় তার কাছ থেকে শর্টগান ও নাইন এমএমসহ বিভিন্ন অস্ত্রের বেশকিছু গুলি উদ্ধার করা হয়েছে।